ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

হিসাব বিজ্ঞান ১ম পত্র

এইচ এস সি পরীক্ষার পড়াশোনা

প্রকাশিত: ০৬:৫৪, ২৪ মার্চ ২০১৫

এইচ এস সি পরীক্ষার পড়াশোনা

(পূর্ব প্রকাশের পর) ৩৬. মিস. শোভা আদায়ের জন্য ৫,০০০ টাকার একটি চেক তার ব্যাংকে জমা দিয়েছেন যা পরবর্তীতে প্রত্যাখ্যাত হয়। টেকটি প্রত্যাখ্যাত হওয়ার ফলে- র. নগদান বইয়ের জমা বেশি হবে রর. নগদান বইযের জমা কম হবে ররর. ব্যাংক বিবরণীতে জমা কম হবে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ৩৭. অনগদ লেনদেন হলো - র. ক্রয় বাট্টা রর. অবচয় ররর. বিক্রয় নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ৩৮. কোনটি ব্যবসায়ের জন্য শুধু একটি ঘটনা? ক) জামালের নিকট হতে ধারে পণ্য ক্রয় ২,০০০ টাকা খ) করিমের নিকট ৬,০০০ টাকা পণ্য বিক্রয় গ) ফারিয়ার নিকট ২,০০০ টাকা পণ্য ক্রয়ের ফরমায়েশ প্রদান ঘ) রহিম ২,৫০০ টাকার পণ্য ফেরত দিল ৩৯. হিসাববিজ্ঞান নীতির বৈশিষ্ট্য হলো - র. সর্বজনস্বীকৃত রর. একটি দেশেই স্বীকৃত ররর. স্বতঃসিদ্ধ নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ৪০. কখন কু-ঋণ সঞ্চিতি ধার্য করা হয়? ক) কু-ঋণ অবলোপনের জন্য খ) যখন কোনো প্রাপ্য হিসাব ব্যবসায়ে নিয়োজিত থাকে না গ) যখন কোনো প্রাপ্য হিসাব মারা যায় ঘ) হিসাবকাল শেষে সম্ভাব্য কু-ঋণের জন্য বরাদ্দ রাখার প্রয়োজন হলে ৪১. সোনালী ব্যাংক মি. জয়ের আমানতি টাকার উপর ২,০০০ টাকা সুদ মঞ্জুর করে। মি. জয়ের বইতে ডেবিট হবে কোনটি? ক) নগদান হিসাব খ) ব্যাংক হিসাব গ) আসবাবপত্র হিসাব ঘ) ক্রয় হিসাব ৪২. ১৩,০০০ টাকায় পণ্য ক্রয় করে ১৪,০০০ টাকায় বিক্রয় করা হলে মূলধন হিসাবে কী পরিবর্তন আসবে? ক) ২৭,০০০ টাকা বৃদ্ধি পাবে খ) ১৪,০০০ টাকা হ্রাস পাবে গ) ১৩,০০০ টাকা বৃদ্ধি পাবে ঘ) ১,০০০ টাকা বৃদ্ধি পাবে ৪৩. একটি সম্পত্তির অবচয় নির্ণয়ের জন্য বিবেচ্য বিষয় হলো - র. ক্রয়মূল্য রর. আয়ুষ্কাল ররর. ভগ্নাবশেষ মূল্য নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ৪৪. নগদান বই ও ব্যাংক বিবরণীর উদ্বৃত্তের গরমিলের কারণ - র. ইস্যুকৃত চেক অনুপস্থিত থাকা রর. জমাকৃত চেক প্রত্যাখ্যাত হওয়া ররর. ক্যাশিয়ারের ভুল নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ৪৫. লাভ-ক্ষতি বিবরণীর দুদিকের যোগফল সমান হলে তা কী নির্দেশ করে? ক) আয়-ব্যয় সমান খ) লাভ-ক্ষতি সমান গ) সম্পত্তি ও দায় সমান ঘ) মূলধন ও দায় সমান ৪৬. মালিক কর্তৃক উত্তোলন করা হলে হিসাব সমীকরণের ওপর কী প্রভাব পড়বে? ক) সম্পদ হ্রাস, স্বত্বাধিকার হ্রাস খ) সম্পদ বৃদ্ধি, স্বত্বাধিকার বৃদ্ধি গ) সম্পদ বৃদ্ধি, দায় বৃদ্ধি ঘ) সম্পদ হ্রাস, দায় হ্রাস ৪৭. অনাদায়ী পাওনা আদায়ের জন্য জাবেদা - ক) প্রাপ্য হিসাব ডেবিট; অনাদায়ী পাওনা হিসাব ক্রেডিট খ) আয় বিবরণী ডেবিট; অনাদায়ী পাওনা আদায় হিসাব ক্রেডিট গ) আয় বিবরণী ডেবিট; অনাদায়ী পাওনা হিসাব ক্রেডিট ঘ) নগদান হিসাব ডেবিট; অনাদায়ী পাওনা আদায় হিসাব ক্রেডিট ৪৮. জনাব হাসান প্রত্যেক মাসের প্রথম দিনে মাসিক ১,০০০ টাকা করে তাঁর ব্যবসায়ের থেকে উত্তোলন করেন। বার্ষিক ৫% হারে এক বছরের সুদ কত? ক) ৩০০ টাকা খ) ৩২৫ টাকা গ) ৬০০ টাকা ঘ) ৯৩৫ টাকা উদ্দীপকটি পড়ো এবং নিচের ২টি প্রশ্নের উত্তর দাও: জনাব ইমনের রেওয়ামিলে প্রাপ্য হিসাব ৫০,০০০ টাকা এবং অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাবে ২,০০০ টাকা এবং কুঋণ হিসাবে ৪,০০০ টাকা দেওয়া আছে। সমন্বয়ে বলা আছে প্রাপ্য হিসাবের ৩,০০০ টাকা আদায়যোগ্য নয় এবং অবশিষ্ট প্রাপ্য হিসাবের ২% আদায় নাও হতে পারে। ৪৯. কোনটি রেওয়ামিলে অন্তর্ভুক্ত হয়? ক) সমাপনী মজুদ খ) সমাপনী মনিহারি মজুদ গ) সমাপনী নগদ তহবিল ঘ) সমাপনীর মধ্যে সামগ্রীর মজুদ
×