ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ছয় বছর পর ধারাবাহিক নাটক রচনায় শিল্পী সরকার অপু

প্রকাশিত: ০৬:৫৩, ২৪ মার্চ ২০১৫

ছয় বছর পর ধারাবাহিক নাটক রচনায় শিল্পী সরকার অপু

স্টাফ রিপোর্টার ॥ নেত্রকোণার পাটপট্টির মালনী রোডের মেয়ে অভিনেত্রী ও নাট্যকার শিল্পী সরকার অপু। গতকাল সকাল সাতটায় শাহজালাল বাসে চড়ে মা পারুল সরকারকে দেখতে যান। কাজের বিরতিতে মাকে দেখতে একাই গেলেন নেত্রকোণা। ফিরবেন দু-এক দিনের মধ্যেই। তবে যাবার আগে শেষ করেছেন তার লেখা নতুন ধারাবাহিক নাটক ‘রেগে গেলেন তো হেরে গেলেন’র কাজ। দীর্ঘ ছয় বছর পর শিল্পী সরকার অপু নতুন কোন ধারাবাহিক নাটক লিখেছেন। এটি নির্দেশনা দিয়েছেন নরেশ ভূঁইয়া। এরই মধ্যে তেরো পর্বের শূটিং সম্পন্ন করেছেন তিনি। খুব দ্রুতই এটি একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে। শিল্পী সরকার অপু বলেন, মনের ভাল লাগা থেকেই আসলে লেখালেখি করি। অভিনয়ে আগের চেয়ে এখন একটু নিয়মিতই বলা চলে। তাই লেখালেখির সময় খুব বেশি পাই না। তবে কিছুদিন আগে চাপ কম থাকায় নতুন ধারাবাহিকটি লিখেছি। আশাকরি দর্শকের ভাল লাগবে। অপু সর্বশেষ গত ঈদে দুটি নাটক রচনা করেছিলেন। তবে তার সব নাটকই তার স্বামী নরেশ ভূঁইয়া নির্দেশনা দিলেও এখন থেকে তিনি অন্যান্য নির্মাতাদের স্ক্রিপ্ট দেবেন। শিল্পী সরকার অপুর প্রথম লেখা নাটক ছিল ‘ভালবাসি সুধাইওনা কারে ভালবাসি’। এটি বিটিভিতে প্রচার হয়েছিল।
×