ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পাইওনিয়ার ফুটবল লীগের ফল

প্রকাশিত: ০৬:০০, ২৪ মার্চ ২০১৫

পাইওনিয়ার ফুটবল লীগের ফল

স্পোর্টস রিপোর্টার ॥ চলমান পাইওনিয়ার ফুটবল লীগে শুক্রবারের ম্যাচে উত্তরা ফ্রেন্ডস ক্লাব মাঠে টাঙ্গাইল ফুটবল একাডেমি ২-১ গোলে কাশিমপুর ফুটবল একাদশকে হারায়। গাজীপুর সিটি ফুটবল একাডেমি ১-১ গোলে ড্র করে গাজীপুর একাদশের সঙ্গে। মোহাম্মদপুর ঈদগাহ মাঠে প্রথম রেলিগেশন ম্যাচে হাজী মফিজ ফুটবল একাডেমি ৮-২ গোলে আবুল হাসনাত রোড একাদশকে হারায়। এছাড়া গ্রুপপর্বের শেষ ম্যাচে মিরপুর স্পোর্টস এ্যান্ড ফিজিক্যাল কালচার সেন্টার ৯-০ গোলে হারায় ড্রাগন ক্রীড়া চক্রকে। আউটার স্টেডিয়ামে মাদারবাড়ী শোভানীয়া ক্লাব, চট্টগ্রাম ১-০ গোলে মাসদাইর যুব সংসদকে এবং রেডসান ক্রীড়া চক্র ৪-১ গোলে লুৎফর রহমান ফুটবল একাডেমিকে হারায়। বেয়ার্নের হার ১১ মাস পর স্পোর্টস রিপোর্টার ॥ ১১ মাস পর ঘরের মাঠে প্রথম হারের স্বাদ পেয়েছে বেয়ার্ন মিউনিখ। জার্মান বুন্দেসলীগায় রবিবার রাতে অনুষ্ঠিত ম্যাচে চ্যাম্পিয়ন বেয়ার্নকে ২-০ গোলে হারিয়েছে বরুসিয়া মনশেনগ্লাডব্যাচ। মিউনিখের এ্যালিয়েঞ্জ এ্যারানায় স্বাগতিকদের ভূপাতিত করার নায়ক ব্রাজিলিয়ান স্ট্রাইকার রাফায়েল। তিনি একাই করেন জোড়া গোল। বেয়ার্ন দুটি গোলই হজম করে গোলরক্ষক ম্যানুয়েল নিউয়েরের ভুলে। ম্যাচের ৩০ মিনিটে প্রথম গোল পায় মনশেনগ্লাডব্যাচ। বেয়ার্ন গোলরক্ষক নিউয়েরের আয়ত্তেই ছিল রাফায়েলের নেয়া শট। কিন্তু অবিশ্বাস্যভাবে নিউয়েরের হাতফসকে বল জালে প্রবেশ করে। ৭৭ মিনিটের গোলটি রোখার চেষ্টাও করেননি ব্রাজিল বিশ্বকাপের সেরা এই গোলরক্ষক। অনেকটা বিনা বাধায় গোল করেন রাফায়েল। গত এপ্রিলে অগসবার্গের কাছে হারের পর লীগে ঘরের মাঠে এতদিন অপরাজিত ছিল বেয়ার্ন। মনশেনগ্লাডব্যাচের কাছে হারের পরও লীগে দ্বিতীয় স্থানে থাকা উলফসবার্গের চেয়ে ১০ পয়েন্টে এগিয়ে আছে বাভারিয়ানরা। ২৬ ম্যাচে বেয়ার্নের পয়েন্ট সর্বোচ্চ ৬৪। উলফসবার্গের পয়েন্ট ৫৪। ৪৭ পয়েন্ট নিয়ে তিনে মনশেনগ্লাডব্যাচ।
×