ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আগ্রাসী ম্যাক্সওয়েল নমনীয় ফকনার

প্রকাশিত: ০৫:৫৮, ২৪ মার্চ ২০১৫

আগ্রাসী ম্যাক্সওয়েল নমনীয় ফকনার

স্পোর্টস রিপোর্টার ॥ বৃহস্পতিবার দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে শিরোপার অন্যতম দাবিদার অস্ট্রেলিয়া ও ভারত। যেটি নিয়ে ভিন্নমত পোষণ করেছেন স্বাগতিক দুই তারকা গ্লেন ম্যাক্সওয়েল আর জেমস ফকনার। ‘ড্যাশিং’ ম্যাক্সওয়েল মনে করেন, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত তাদের সামনে পাত্তাই পাবে না! অন্যদিকে সতীর্থ অলরাউন্ডার আবার সমীহ করছেন। জেমস ফকনারের মতে, তাদের জন্য ম্যাচটি হবে খুবই কঠিন। কারণ এ পর্যায়ে ভারত বেশ ভাল অবস্থায় রয়েছে। তবে জয় শেষ পর্যন্ত তাদেরই হবে বলে আত্মবিশ্বাসী তিনি। ‘ভারত যেন মনে রাখে বিশ্বকাপ শুরুর আগে এই অস্ট্রেলিয়ার মাটিতে ওরা একটা ম্যাচও জিততে পারেনি। আশা করি মহেন্দ্র সিং ধোনি-বিরাট কোহলিরা তা ভুলে যায় নি!’ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে খেলেই ক্রিকেট বিশ্বে পরিচিতি পান ম্যাক্সওয়েল। বিশ্বকাপের ৫ ইনিংসে ৭৫ গড়ে করেছেন ৩০১ রান। সেঞ্চুরি ১ ও হাফ সেঞ্চুরি ২টি। দারুণ ছন্দে রয়েছেন। কোয়ার্টারে পাকিস্তানকে বিদায় করে দেয়া ম্যাচে অপরাজিত ৪৪ রানের পাশাপাশি বল হাতে নেন ২ উইকেট। পার্ট-টাইমার হলেও স্পিনে অসিদের অন্যতম ভরসা তিনিই। সিডনি ক্রিকেট গ্রাউন্ড অস্ট্রেলিয়ার অন্যসব ভেন্যুর তুলনায় অনেকটা স্পিনারদের অনুকূলে। সেটি কাজে লাগিয়ে সেমিতে আরও দুর্ধর্ষ হয়ে উঠতে চান ডানহাতি অফস্পিনার। ব্যাটের পাশাপাশি ঘূর্ণিবলে জ্বলে উঠতে আত্মবিশ্বাসী ম্যাক্সওয়েল বলেন, ‘কাল রাতে আমি জন ডেভিসনের (স্পিন কোচ) সঙ্গে কথা বলেছি। সে জানিয়েছে বোলিংয়ে আমি ঠিক অবস্থানে রয়েছি। কেবল রান চেক দেয়া নয়, প্রয়োজনীয় মুহূর্তে উইকেট নেয়ার শতভাগ সামর্থ্য আমার আছে। তার কথা শুনে এখন অনেক বেশি আত্মবিশ্বাসী। সুতরাং পিচে স্পিন ধরবে- এই ধারণায় ভারতীয়দের উল্লসিত হওয়ার কিছু নেই!’ বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকেই অসাধারণ ফর্মে রয়েছে মহেন্দ্র সিং ধোনির ভারত। পরপর সাতটি ম্যাচ জিতে ইতোমধ্যেই সেমিফাইনালে উঠেছেন রায়না-কোহলিরা। পরপর দ্বিতীয়বার শিরোপা জিততে যথেষ্ট আত্মবিশ্বাসী তারা। এ প্রসঙ্গে ম্যাক্সওয়েল বলেন, ‘এটা সত্য, স্বল্পদৈর্ঘের ক্রিকেটে ভারত ভাল দল। সুতরাং আমাদের সেরাটাই দিতে হবে। আশা করি গত সিরিজে যেমন ঠিক সেভাবেই তাদের নাকানি-চুবানি খাইয়ে বিদায় করতে পারব।’ অন্যদিকে জিততে আশাবাদী হলেও প্রতিপক্ষ হিসেবে ভারতকে সমীহ করছেন জেমস ফকনার। সেমিফাইনালের মতো ম্যাচে মাঠে সেøজিং কার্যকর ফল বয়ে আনবে না বলেও মনে করেন ম্যাক্সওয়েল সতীর্থ। ‘এটা সেমিফাইনাল, তার ওপর প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন ভারত। কাজটা খুবই কঠিন। এমন ম্যাচে সেøজিং ভাল ফল বয়ে আনবে বলে মনে হয় না। ওরা অনেক দিন ধরে আমাদের এখানে আছে। পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়েছে ধোনির দল।’ বড় ম্যাচে অন্য যেকোন দলের চেয়ে তারা বেশি স্নায়ুর চাপ নিতে পারেন বলেও বিশ্বাস তার।
×