ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সিলেটে স্কুলছাত্র হত্যার দোষ স্বীকার করল গেদা

প্রকাশিত: ০৫:৪২, ২৩ মার্চ ২০১৫

সিলেটে স্কুলছাত্র হত্যার দোষ স্বীকার করল গেদা

বিডিনিউজ ॥ সিলেটে অপহরণের পর স্কুলছাত্র আবু সাঈদ হত্যা মামলায় পুলিশের কথিত সোর্স আতাউর রহমান গেদা দোষ স্বীকার করে আদালতে জবানবন্দী দিয়েছে। রবিবার দুপুরে সিলেটের মুখ্য মহানগর হাকিম আদালত-১ এর বিচারক সাহেদুল করিমের আদালতে এ জবানবন্দী নেয়া হয় বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার এসআই আজিম পাটওয়ারী। এর আগে ১৫ মার্চ এ মামলায় হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতার মহানগর পুলিশের বিমানবন্দর থানার পুলিশ কনস্টেবল এবাদুর রহমান এবং পরদিন জেলা ওলামা লীগের সাধারণ সম্পাদক পরিচয়দানকারী আবদুর রকিব দোষ স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দী দেন। গত ১৬ মার্চ পুলিশের কথিত সোর্স আতাউর রহমান গেদাকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের হেফাজতে নেয় পুলিশ। ১৯ মার্চ দ্বিতীয় দফায় আরও তিন দিনের হেফাজতের পর রবিবার আদালতের কাছে তিনি সাঈদ হত্যার কথা স্বীকার করে জবানবন্দী দিলেন। গত ১১ মার্চ বেলা সাড়ে ১১টায় স্কুল থেকে ফেরার পথে শাহ্ মীর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র আবু সাঈদ অপহরণের শিকার হয়। এরপর থেকে অপহরণকারীরা তার পরিবারের সদস্যদের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করছিল। এ ঘটনায় পুলিশ সদস্যসহ তিনজনকে আটক করলে তারা সাঈদকে খুনের কথা স্বীকার করে। তাদের স্বীকারোক্তি মতে ১৪ মার্চ রাত পৌনে ১২টায় নগরীর ঝর্ণারপাড় সুনাতলা এলাকার সবুজ-৩৭ নম্বর বাসা থেকে শিশুটির বস্তাবন্দী লাশ উদ্ধার করে পুলিশ।
×