ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মাগুরায় স্বজনদের আহাজারি, কাঁদছে গ্রামবাসীও

প্রকাশিত: ০৫:২৬, ২৩ মার্চ ২০১৫

মাগুরায় স্বজনদের আহাজারি,  কাঁদছে গ্রামবাসীও

নিজস্ব সংবাদদাতা, মাগুরা, ২২ মার্চ ॥ মাগুরার মালিক গ্রামে চলছে মাতম। স্বজনদের আহাজারির পাশাপাশি গ্রামবাসী চোখের জল ফেলছেন। মাগুরা-যশোর সড়কের মাগুরা সদর উপজেলার মঘীর ঢাল নামক স্থানে শনিবার রাতে ট্রাকে পেট্রোলবোমা হামলায় দগ্ধ ৯ জনের মধ্যে রওশন আলী ও শাকিলসহ তিনজন বালু শ্রমিক ঢাকা মেডিক্যালে মারা গেছেন। নিহত ও আহতদের সবার বাড়ি একই গ্রামে। এরা সবাই বালু শ্রমিক। রবিবার বিকেলে এ ঘটনার প্রতিবাদে জেলা আওয়ামী লীগ শহরে গণমিছিল বের করে। এদিকে এ ঘটনায় পুলিশ জড়িত সন্দেহে ২ জনকে গ্রেফতার করেছে। এই গ্রামে গিয়ে দেখা যায় সবার চোখেমুখে শোকের ছায়া বিরাজ করছে। রবিবার সকালে রওশন আলীর লাশ এ্যাম্বুলেন্স যোগে মাগুরায় আনা হয়। নিহত শাকিলের লাশ তখনও মাগুরায় এসে পৌঁছায়নি। বাদ আছর নিহত রওশন আলীর জানাজা মালিক গ্রামে অনুষ্ঠিত হয়। তাঁকে উক্ত গ্রামে দাফন করা হয়। রওশন আলীর লাশ দেখে স্বজনরা কান্নায় ভেঙ্গে পড়েন। লাশ তার সদর উপজেলার মালিক গ্রামে নেয়া হলে এক হৃদয়বিদারক অবস্থার সৃষ্টি হয়। রওশন আলীর স্ত্রী শুরননেছা তিন ছেলে মেয়ে নিয়ে অসহায় হয়ে পড়েছেন। এদের মধ্যে বড় ছেলে সাব্বিরের বয়স ১০ বছর, মেঝো ছেলে ইসরাইলের বয়স ২ বছর এবং ছোট ছেলে ইব্রাহিমের বয়স মাত্র ১০ মাস। এছাড়া নিহত শাকিল এখনও বিবাহ করেনি। নিহত ও আহতদের পরিবারের সদস্যরা এ ঘটনায় দোষীদের শাস্তির দাবি জানান। এই গ্রামের আরব আলী, ইমরান, ফারুক, নাজমুল, নওশের, মতিন, ইয়াদুল নামে দগ্ধ ৭ জন ঢাকা মেডিক্যালের বার্ন ইউনিটে ভর্তি রয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।
×