ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বগুড়ায় লালন সন্ধ্যা

প্রকাশিত: ০৬:৫৫, ২২ মার্চ ২০১৫

বগুড়ায় লালন সন্ধ্যা

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ ‘রবে না এই ধন জীবন ও যৌবন তবে কেন মন এত বাসনা’ লালনের এমন সুরের মূর্ছনায় লালন একাডেমি কুষ্টিয়ার পরিবেশনায় শুক্রবার রাতে বগুড়ার শহীদ টিটু মিলনায়তনে লালন সন্ধ্যা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের আয়োজক অনুশীলন ৯৫ বগুড়া। অনুষ্ঠানে সহযোগিতা দিয়েছে বগুড়া বাউল গোষ্ঠীর সাঈদ সিদ্দিকীসহ সম্মিলিত সাংস্কৃতিক জোট। জোটের সভাপতি ও সাধারণ সম্পাদক জানান, দুস্থ শিল্পীদের কল্যাণ তহবিল গঠনের জন্য এই আয়োজন। মিলনায়তনপূর্ণ দর্শক ও শ্রোতাদের মহুর্মুহু করতালিতে কুষ্টিয়ার বাউল সুজন, আসলাম বীথি, ঢুলি কুদ্দুস, পটকা বাউল, বরষা বাউল শফি, বাউল লালনের জনপ্রিয় গানের সঙ্গে গবেষণালব্ধ গানগুলো গেয়ে শোনান। এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য আবদুল মান্নান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা তথ্য যোগাযোগ ও প্রযুক্তি সুফিয়া নাজিম। ‘বাড়ির পাশে আরশীনগর সেথায় এক পরশী বসত করে আমি একদিনও না দেখিলাম তারে... ’ লালনের এই গানের সঙ্গে দর্শক শ্রোতারা পরশী লালনের হৃদয়ের সুর নিয়েই বাড়ি ফেরে। ভাবনায় আসে রবে না এই ধন যৌবন জীবন...।
×