ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কুতুবদিয়ায় জেটি ঘাটে ফাটল ॥ দুর্ঘটনার আশঙ্কা

প্রকাশিত: ০৬:৪৮, ২২ মার্চ ২০১৫

কুতুবদিয়ায় জেটি ঘাটে ফাটল ॥ দুর্ঘটনার আশঙ্কা

নিজস্ব সংবাদদাতা, কুতুবদিয়া, ২১ মার্চ ॥ কক্সবাজারের কুতুবদিয়ার প্রধান টার্মিনাল জেটিঘাট (বড়ঘোপ স্টীমারঘাট)। ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ের পর আর কোন সংস্কার করা হয়নি। সংযোগ সড়ক থেকে জেটির টার্নিং পয়েন্টে মারাত্মক ধস, নিচের পিলারে ফাটল এবং উপরের রিলিং ভেঙ্গে গেছে। জেটিঘাটে যে কোন মুহূর্তে ভয়াবহ দুর্ঘটনার সৃষ্টি হয়ে প্রাণহানির আশঙ্কা করছে নিত্য চলাচলকারী যাত্রী সাধারণ। বাংলাদেশ আভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) নিয়ন্ত্রিত জেটিঘাটটি শনিবার সরেজমিন দেখা গেছে, টার্নিং পয়েন্টে মারাত্মক ধসের সৃষ্টি হয়ে সংযোগ সড়ক থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ার আশঙ্কা রয়েছে। নিচের অধিকাংশ পিলারে দেখা দিয়েছে ফাটল এবং উপরে দু’পাশের রোলিং ভেঙ্গে গেছে। প্লাটফরম ছাড়া একটি মাত্র সিঁড়ি দিয়ে জোয়ারে যেন-তেন ভাটায় যাত্রী ওঠা-নামা ও মালামাল লোড-আনলোডে মারাত্মক দুর্ভোগের শিকারে যাত্রী সাধারণ। যাত্রী ছাউনি ও টয়লেট অকেজো হয়ে পড়ায় পুরুষদের যেন-তেন মহিলাদের প্রতিনিয়ত নানা সমস্যায় ভোগতে হচ্ছে। নলকূপ না থাকায় দীর্ঘকাল থেকে পানীয়-জলের তীব্র সঙ্কটে আছে ঘাট এলাকার মানুষ। দীর্ঘদিন থেকে সংস্কারবিহীন পড়ে আছে সংযোগ সড়ক। সব মিলিয়ে আধুনিক যুগে যাত্রীসাধারণের কোন সুযোগ-সুবিধা বলতে নেই এ ঘাটে। সিকৃবির ২৬তম অধিবেশন অনুষ্ঠিত সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ২৬তম অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল দশটায় ভাইস-চ্যান্সেলর সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়েছে। সিন্ডিকেটের চেয়ারম্যান ও সিকৃবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গোলাম শাহি আলমের সভাপতিত্বে সিন্ডিকেট অধিবেশনে উপস্থিত ছিলেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিশ্ববিদ্যালয়) মোঃ হেলাল উদ্দিন, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিউটের মহাপরিচালক, রিসার্স ট্রেনিং এ্যান্ড ম্যানেজমেন্ট ইন্টারন্যাশনালের প্রধান নির্বাহী ড. আহমদ আল কবির, সিলেটের বিভাগীয় কমিশনার মোঃ জামাল উদ্দিন আহমেদ, সিকৃবির ভেটেরিনারি এ্যান্ড এনিম্যাল সায়েন্স বিভাগের ডিন প্রফেসর ড. মোঃ আবু বকর সিদ্দিক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি বিভাগের প্রফেসর ড. মোঃ তোফাজ্জল ইসলাম, সিকৃবির ফিজিওলজি বিভাগের প্রফেসর ড. মোঃ মতিয়ার রহমান হাওলাদার, ফসল উদ্ভিদবিজ্ঞান ও চা উৎপাদন প্রযুক্তি বিভাগের প্রফেসর ড. এএফএম সাইফুল ইসলাম এবং সিন্ডিকেটের সচিব ও সিকৃবির রেজিস্ট্রার মোঃ বদরুল ইসলাম। -বিজ্ঞপ্তি ভিকারুননিসা নূন স্কুল এ্যান্ড কলেজে ভর্তি কোটা দাবি ভিকারুননিসা নূন স্কুল এ্যান্ড কলেজে আজিমপুরের সরকারী কর্মকর্তা-কর্মচারীর সন্তানদের সংরক্ষিত ১শ’ ভাগ কোটায় ভর্তির দাবি জানিয়েছে এলোটি ফর আজিমপুর গভ: কলোনি এ্যাসোসিয়েশন। অবিলম্বে দাবি মেনে না নিলে আজিমপুরের সরকারী কলোনিতে গাড়ি ঢোকা বন্ধ, মানববন্ধন ও প্রতিষ্ঠান ঘেরাওয়ের মতো কঠোর কর্মসূচীর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন এ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ। ২১ মার্চ রাজধানীর নীলক্ষেত বাবুপুরার যশোর ভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান এ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ আমিনুল ইসলাম। এলোটি ফর আজিমপু গভ: কলোনি এ্যাসোসিয়েশন আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন মোঃ আনোয়ার হোসেন। -বিজ্ঞপ্তি
×