ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

এল ক্ল্যাসিকো জিততে দুই দলই মরিয়া

রিয়াল মাদ্রিদ-বার্সিলোনা মহারণ আজ

প্রকাশিত: ০৬:১৫, ২২ মার্চ ২০১৫

রিয়াল মাদ্রিদ-বার্সিলোনা মহারণ আজ

স্পোর্টস রিপোর্টার ॥ স্প্যানিশ লা লিগায় নতুন বছরের প্রথম এল ক্ল্যাসিকো আজ। নিজেদের মাঠ ন্যুক্যাম্পে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে আতিথ্য দেবে বার্সিলোনা। গত বছরের অক্টোবরে মৌসুমের প্রথম এল ক্ল্যাসিকোতে স্বাগিতক রিয়াল মাদ্রিদ ৩-১ গোলে হারিয়েছিল কাতালান ক্লাবটিকে। এবার সেই হারের প্রতিশোধ নিতে মরিয়া লুইস এনরিকের দল। চলতি মৌসুমের শুরুটা দারুণভাবে করেছিল রিয়াল। কিন্তু ক্রমেই নিজেদের অবস্থানকে হারিয়ে ফেলেছে তারা। সেই সুযোগটা দারুণভাবেই কাজে লাগিয়েছে বার্সিলোনা। গত সপ্তাহেই ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটিকে রীতিমতো উড়িয়ে দিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের শেষ আটের টিকেট নিশ্চিত করে নিয়েছেন লিওনেল মেসিরা। সেক্ষেত্রে কিছুটা ছন্নছাড়া রিয়াল মাদ্রিদ। শেষ ১৬ ম্যাচের ৫টিতে হেরেছে তারা। তারপরও প্রতিপক্ষকে নিয়ে সতর্ক বার্সা। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হালকাভাবে নেয়া যাবে না বলে সতীর্থদের সতর্ক করে দিয়েছেন দলের সেরা তারকা লিওনেল মেসি। এ বিষয়ে বার্সিলোনার আর্জেন্টাইন স্ট্রাইকার বলেন, ‘প্রতিপক্ষকে যথেষ্ট সমীহ করছি আমরা। যখন রিয়াল মাদ্রিদ এ রকম অবস্থায় থাকে, তখনই ওরা সবচেয়ে বিপজ্জনক। তাছাড়া ওদের দলে কয়েকজন দারুণ ফুটবলার রয়েছে। আমরা অন্য ম্যাচে যেমন জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামি, এখানেও তার ব্যতিক্রম হবে না।’ এল ক্ল্যাসিকো মানে শুধু রিয়াল-বার্সার লড়াই নয়। মাঠের মধ্যে লড়াই হবে মেসি-রোনাল্ডোরও। তবে মহারণের আগে চিরপ্রতিদ্বন্দ্বীদের তুরুপের তাস ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভূয়সী প্রশংসা করলেন লিওনেল মেসি। সম্প্রতি রিয়াল মাদ্রিদের সময়টা মোটেই ভাল যাচ্ছে না। কিন্তু দারুণ ফর্মে লুইস এনরিকের দল। তাছাড়া ম্যাচটা হবে নিজেদের মাঠে। যে কারণেই এবারের এল ক্ল্যাসিকোয় ‘ফেবারিটের’ তকমাটা মাখানো বার্সার। তবে লিওনেল মেসি কিন্তু তেমনটা ভাবছেন না। কারণ প্রতিপক্ষের দলটিতে খেলে বিশ্বফুটবলের সেরা কয়েক খেলোয়াড়। বিশেষ করে এবারের ফিফা ব্যালন ডি’অর জয়ী রোনাল্ডোর কথা আলাদা করেই বললেন মেসি। রিয়াল মাদ্রিদের পর্তুগীজ সুপারস্টার সি আর সেভেন সম্পর্কে মেসির অভিমত, রোনাল্ডোকে আমি অনেক সম্মান করি। ওর জন্যই রিয়াল মাদ্রিদ খুব ভয়ঙ্কর একটা দল হয়ে উঠেছে। ওর খারাপ ফর্মে অথবা ফিটনেস সমস্যা সাময়িক।’ গত মৌসুমটা নিষ্প্রভ কেটেছে বার্সিলোনার। যে কারণেই এবার সেই সুযোগ হারাতে চান না তারা। সে জন্য এই ম্যাচটা বেশ গুরুত্বপূর্ণ তা মানছেন বার্সিলোনার প্রাণভোমরা আন্দ্রে ইনিয়েস্তাও। এ বিষয়ে স্প্যানিশ এই তারকা ফুটবলার বলেন, ‘ক্ল্যাসিকোর জন্য অতীতের মতো আমরা এবারও সবদিক দিয়ে প্রস্তুতি নিয়েছি। প্রকৃতপক্ষে প্রতিপক্ষ কিভাবে খেলতে নামছে সেটা মোটেও গুরুত্বপূর্ণ নয়। মাদ্রিদ যে খারাপ অবস্থায় রয়েছে আমি তা বিশ্বাস করি না। মোটকথা রিয়ালের বিপক্ষে আমাদের ভাল খেলতে হবে এবং নিজেদের সেরাটা দিতে হবে। তাদের বিপক্ষে যদি আমরা সব কিছু ঠিকঠাক করতে পারি, তাহলে ম্যাচটা দারুণ হবে বলেই আমার বিশ্বাস।’ ২৭ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে সবার উপরে অবস্থান বার্সিলোনার। সমান সংখ্যক ম্যাচে ১ পয়েন্ট কম নিয়ে দুইয়ে আছে রিয়াল। আর রিয়াল মাদ্রিদের অভিজ্ঞ কোচ কার্লো আনচেলত্তির বিশ্বাস আজকের ম্যাচই চলতি মৌসুমের স্প্যানিশ লীগের ভাগ্য গড়ে দিতে পারে। গুরুত্বপূর্ণ এই ম্যাচ সম্পর্কে আনচেলত্তি মনে করছেন জিততে হলে তাদের শতভাগ উজার করে দিতে হবে, ‘আমাদের সেরা ফর্মে থাকতে হবে। নিজেদের শতভাগ উজার করে দিতে পারলেই আমরা ম্যাচটা জিততে পারব।’ নিজেদের শেষ ম্যাচে লেভান্তের বিপক্ষে সহজ জয় পায় রিয়াল। বেল-রোনাল্ডোকে চেনা ছন্দে দেখে ফ্রেশ অক্সিজেন পেয়েছে আনচেলত্তি। এল ক্ল্যাসিকোর আগে বার্সিলোনার ব্রাজিলিয়ান স্ট্রাইকার নেইমার সুস্পষ্টভাবেই বলে দিয়েছেন এই মুহূর্তে রিয়াল মাদ্রিদের চেয়ে তাদের আক্রমণভাগ বেশি শক্তিশালী। নেইমার বলেন, ‘আমরা কী বিবিসির চেয়ে ভাল নয়? আমি মনে করি অবশ্যই ভাল।’ বিবিসি শব্দটি শুনে ফুটবলপ্রেমীদের অনেকেই হয়ত ধাক্কা খেতে পারেন।
×