ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাংলাদেশকে হারানো হয়েছে ॥ প্রধানমন্ত্রী

প্রকাশিত: ০৬:১৩, ২২ মার্চ ২০১৫

বাংলাদেশকে হারানো হয়েছে ॥ প্রধানমন্ত্রী

স্পোর্টস রিপোর্টার ॥ আম্পায়াররা ভুল সিদ্ধান্ত না দিলে ভারতকে হারাতে পারত বাংলাদেশ, এমনই মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশকে যেভাবে হারানো হয়েছে তা সবাই দেখেছে বলে ক্রিকেট দলের সদস্যদের সান্ত¡নাও দিয়েছেন তিনি। শুক্রবার মেলবোর্নে প্রবাসী বাংলাদেশীরা মাশরাফি বিন মর্তুজাদের সংবর্ধনা দেয়। অনুষ্ঠান চলাকালেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসানের মোবাইলে ফোন করে দলকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর অনুমতি নিয়ে লাউড স্পীকার দিয়ে ফোনটি মাইক্রোফোনের সামনে রাখেন বিসিবি সভাপতি। মাশরাফিদের ভাল খেলা উপহার দেয়ার প্রশংসা করে প্রধানমন্ত্রী ফোনে বলেন, ‘আম্পায়ার যদি ডিস্টার্ব না করত, হয়ত আমরা জিতেই যেতে পারতাম। ইনশাআল্লাহ ভবিষ্যতে বাংলাদেশ জিতবে। বাংলাদেশ একদিন বিশ্বকাপ চ্যাম্পিয়ন হবে।’ খেলোয়াড়রা বিশ্বকাপে অসাধারণ খেলেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আশা করি, আমাদের খেলোয়াড়রা তাদের এই পারফর্মেন্স ধরে রাখবে।’ বাংলাদেশের খেলোয়াড়দের মন খারাপ না করার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। বলেন, ‘আমাদের ক্রিকেট দলের সদস্যদের বলি, মন খারাপ করার কিছু নেই। আমাদের যেভাবে হারানো হলো, তা সবাই দেখেছে। ভবিষ্যতে আমরা অবশ্যই জিতব।’ গত বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে ভারতের কাছে ১০৯ রানে হারে বাংলাদেশ। টস জিতে ব্যাট করতে নামা ভারতের ইনিংসের ৪০তম ওভারে ‘বিতর্কিত’ সিদ্ধান্তটি দেন আম্পায়ার আলিম দার ও ইয়ান গোল্ড। ওভারের চতুর্থ বলটি ফুলটস দিয়েছিলেন রুবেল হোসেন। বলটিতে বাউন্ডারি মারতে গিয়ে ডিপ মিডউইকেটে ইমরুল কায়েসকে ক্যাচ দেন ভারতের রোহিত শর্মা। তবে পাকিস্তানের আম্পায়ার দার বোলিং প্রান্তে থাকা ইংল্যান্ডের আম্পায়ার গোল্ড বলটি কোমরের ওপরে ছিল বলে সঙ্কেত দেন। গোল্ড তখন ‘নো’ ডাকলে হতবাক হয়ে যান বাংলাদেশের ক্রিকেটাররা। আম্পায়ারদের এই সিদ্ধান্ত নিয়ে পরে ক্রিকেট প-িতরা অনেক সমালোচনা করেন। ক্ষোভে ফেটে পড়ে বাংলাদেশের ক্রিকেট সমর্থকরা। আইসিসি সভাপতি মোস্তফা কামালও বাংলাদেশের হারের জন্য আম্পায়ারদের পক্ষপাতমূলক আচরণকেই দায়ী করেন। মেলবোর্ন শহরতলীর এক মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠানে কয়েক শ’ প্রবাসী ছিলেন। বাংলাদেশ দলের পক্ষে বক্তব্য রাখেন বিসিবি সভাপতি নাজমুল হাসান ও অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। বিসিবি সভাপতি বলেন, ‘আইসিসির কর্মকর্তারা তাকে বলেছেন, বিশ্বকাপে বাংলাদেশ দলকে দেখে তারা চমকে উঠেছেন।’ মাশরাফি অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশীদের কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘এই দেশে বার বার পায়ের অপারেশন করাতে আসতাম, খুঁড়িয়ে হাঁটতাম। এবার মাথা উঁচু করে খেলে গেলাম।’ এই সফরে প্রবাসীরা দলকে যে সমর্থন দিয়েছেন তা কখনও ভুলবেন না বলে জানান মাশরাফি।
×