ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

চোখের ইশারায়

প্রকাশিত: ০৫:২৮, ২২ মার্চ ২০১৫

চোখের ইশারায়

ইউরোপের জেনারেল মোটরস ও ওপেলের যৌথ উদ্যোগে গাড়ির জন্য এমন একটি হেডল্যাম্প তৈরি হয়েছে যা চলবে চালকের চোখের ইশারায়। গাড়ির চালকের আসনের সামনেই থাকবে একটি ক্যামেরা। যা চালকের চোখ ও নাকের মুভমেন্টের ওপর নজর রাখবে এবং সেনসারের মাধ্যমে বার্তা পাওয়ার পর হেডল্যাম্পও দিক পরিবর্তন করবে। বছর দুই পরে এটি বাজারে আসছে। -ওয়েবসাইট ‘ইবোলা-প্রুফ’ ট্যাবলেট ইবোলা মোকাবেলায় স্বাস্থ্যকর্মীদের জন্য তৈরি হয়েছে ‘ইবোলা-প্রুফ’ ট্যাবলেট। এটি তৈরিতে সাহায্য করেছে ওয়েব জায়ান্ট গুগল। ইবোলা জীবাণু ধ্বংস করতে ব্যবহৃত ০.৫% ক্লোরিন দ্রবণেও এর ক্ষতি হবে না। চিকিৎসকদের নিরাপত্তার জন্য ডক্টরস উইদাউট বর্ডার্সের ডাকে সাড়া দিয়ে বিশ্বের বিভিন্ন দেশের স্বেচ্ছাসেবকরা এটি তৈরি করেছেন। ওয়্যারলেস প্রযুক্তিতে কোন ক্যাবল ছাড়াই দ্রুত চার্জও হয় ট্যাবলেটটি। -বিবিসি লাইবেরিয়ায় নতুন ইবোলা রোগী লাইবেরিয়ায় শুক্রবার নতুন করে আরও একজনের দেহে ইবোলা ভাইরাস ধরা পড়েছে। প্রায় এক মাস সময় পর দেশটিতে নতুন করে এ রোগে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেল। খবর এএফপির। লাইবেরিয়ায় চার হাজারের বেশি মানুষ প্রাণঘাতী এই মহামারিতে মারা গেছে। কিন্তু দেশটি সেই পরিস্থিতি কাটিয়ে উঠে এপ্রিল মাসের মাঝামাঝি নাগাদ ইবোলা মুক্তি দেশ হতে যাচ্ছে বলে আশা করা হচ্ছিল। সরকারের মুখপাত্র লিউইস ব্রাউন বলেন, ‘এক নারীর দেহে ইবোলা ভাইরাস রয়েছে বলে নিশ্চিতভাবে জানা গেছে। ২৭ দিনের বেশি সময়ের পর নতুন করে এই ভাইরাসে আবার একজন আক্রান্ত হলো।’ বিশ্ব স্বাস্থ্য সংস্থা চলতি মাসের গোড়ার দিকে ঘোষণা দিয়েছিল, ১৯ ফেব্রুয়ারি থেকে লাইবেরিয়ায় নতুন করে কারও দেহে প্রাণঘাতী রোগ ধরা পড়েনি।
×