ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সালাহউদ্দিনের খোঁজে গাইবান্ধায় ব্রহ্মপুত্রের চরে পুলিশের অভিযান স্টাফ রিপ

প্রকাশিত: ০৮:৩২, ২০ মার্চ ২০১৫

সালাহউদ্দিনের খোঁজে গাইবান্ধায় ব্রহ্মপুত্রের চরে পুলিশের অভিযান  স্টাফ রিপ

স্টাফ রিপোর্টার/ গাইবান্ধা সংবাদদাতা ॥ মুঠোফোনে ১০ দিন ধরে নিখোঁজ বিএনপির যুগ্মমহাসচিব সালাহউদ্দিন আহমেদের সন্ধান পাওয়ার উড়ো খবরের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ফজলুপুর ইউনিয়নের খাটিয়ামারির চরে অভিযান চালায় পুলিশ। কিন্তু রাত এগারোটা ২০ মিনিট পর্যন্ত তাঁর সন্ধান পাওয়া যায়নি। গত ১১ মার্চ থেকে বিএনপির যুগ্মমহাসচিব সালাহউদ্দিন আহমেদকে পাওয়া যাচ্ছে না। তাঁর পরিবারের অভিযোগ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাদা পোশাকে তাঁকে উত্তরার একটি বাসা থেকে তুলে নিয়ে গেছে। গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার মোশাররফ হোসেন জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় এক ব্যক্তি মুঠোফোনে তাঁকে জানান, জেলার ফজলুপুর ইউনিয়নের খাটিয়ামারির চরে অসুস্থ অবস্থায় সালাহউদ্দিন পড়ে আছেন। এই খবরে একজন চিকিৎসকসহ এ্যাম্বুলেন্স ও পুলিশের বহর নিয়ে আমি ব্রহ্মপুত্র নদের বালাসি ঘাটে যাই। ব্রহ্মপুত্র পাড়ি দিয়ে ফুলছড়ি উপজেলার খাটিয়ামারির চরে তল্লাশি চালাই। রাত আটটা থেকে এগারোটা ২০ মিনিট পর্যন্ত অভিযান চালিয়ে আমরা সালাহউদ্দিনের কোন সন্ধান পাইনি। মুঠোফোনে তিনি জানান, অভিযান চলছে। রাত সাড়ে দশটার দিকে ফুলছড়ি থানার ওসি মশিউর রহমান জানান, আমরা তালতলী, হাতিয়ামারী, বেলুয়াছড়ি চরে খুঁজেছি, কিন্তু কিছু পাইনি। মনে হচ্ছে এটা গুজব। তবে আমরা অভিযান চালিয়ে যাচ্ছি। তিনি আরও বলেন, একটি মোবাইল ফোন নম্বর থেকে আমাদের জানানো হয় যে সালাহউদ্দিন আহমেদকে সেখানকার সিরাজ নামের এক ব্যক্তির বাড়িতে পাওয়া গেছে, তবে তিনি অসুস্থ। এর প্রেক্ষিতে সেখানে একটি মেডিক্যাল টিমও পাঠানো হয়। পরে খোঁজ নিয়ে দেখা যায়, ওই মোবাইল ফোন নম্বরটি গাইবান্ধা এলাকার নয়, সেটি চট্টগ্রাম এলাকার নম্বর। যে নম্বর থেকে ঐ ফোনটি আসে, পরে তা বন্ধ পাওয়া যায়। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন রাত সাড়ে নয়টার দিকে জানান, গুজব শুনে আমরা চৌকিদার নিয়ে অভিযান চালিয়েছি কিন্তু কিছু পাইনি।
×