ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ওয়েস্ট ইন্ডিজকে নিয়েই লারার আশা

প্রকাশিত: ০৬:১৭, ২০ মার্চ ২০১৫

ওয়েস্ট ইন্ডিজকে নিয়েই লারার আশা

স্পোর্টস রিপোর্টার ॥ শনিবার ওয়েলিংটনে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে স্বাগতিক নিউজিল্যান্ড। একে তো স্বাগতিক, নিজেদের ভক্ত-অনুরাগীদের সামনে খেলবে ব্ল্যাক ক্যাপসরা। সেই সঙ্গে একাদশতম বিশ্বকাপের শুরু থেকেই দুর্দান্ত খেলছে তারা। ‘এ’ গ্রুপের একমাত্র দল যারা এখনও পরাজয়ের স্বাদ পায়নি। গ্রুপ পর্বের ছয় ম্যাচের সবতেই জয় পায় তারা। আর গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে কোয়ার্টার ফাইনালের টিকেট নিশ্চিত করা নিউজিল্যান্ড তাই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচেও ফেবারিট। তা মানছেন ওয়েস্ট ইন্ডিজের জীবন্ত কিংবদন্তি ব্রায়ান লারাও। তারপরও আন্ডারডগ হিসেবে নেমেও ক্যারিবীয়রা নিউজিল্যান্ডকে হারাতে পারে বলে আশা প্রকাশ করেছেন ব্রায়ান লারা। এ বিষয়ে ব্রায়ান লারা বলেন, ‘আমি সবসময়ই দেশের প্রতি আনুগত্য এবং আশাবাদী। নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের জন্য আমাদের পরিসংখ্যান এবং ক্রিকেটার আছে।’ এ সময় তিনি আরও বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজ আন্ডারডগ হিসেবেই খেলতে নামবে এটা সুস্পষ্ট। কিন্তু আমি বিশ্বাস করি, নিউজিল্যান্ডের শক্তির মধ্যে কিছুটা ফাঁক রয়েছে।’ তবে নিউজিল্যান্ডকে হারাতে হলে নিজেদের আত্মবিশ্বাসটা দৃঢ় হতে বলে জানিয়েছেন দেশটির আরেক সাবেক তারকা স্যার এ্যান্ডি রবার্টস। এ বিষয়ে তিনি বলেন, ‘আসল কাজটা মাঠের ক্রিকেটারদেরই করতে হবে এবং তারা যে নিউজিল্যান্ডকে হারাতে পারে সেই আত্মবিশ্বাসটাও থাকতে হবে। আর তারা যদি মনে করে কিউদের কাছে হারবে তাহলে তো তেমন ফলাফলই আসবে।’ দুই যুগেরও বেশি সময় আগে? সাফল্যের চূড়ান্ত শিখরে বিচরণ করছিলেন বক্সিংয়ের কিংবদন্তি মাইক টাইসন। জাপানের টোকিওতে হেভিওয়েট চ্যাম্পিয়নশিপে জেমস বাস্টার ডগলাস মুখোমুখি হয় টাইসনের। সবাই ভেবেছিলেন, খুব সহজেই ডগলাসকে উড়িয়ে দেবেন টাইসন। বাস্তবে কিন্তু ঘটেছিল তার উল্টো ঘটনা। সেবার? ডগলাসের কাছে ‘নকআউট’ হয়েছিলেন মাইক টাইসন। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ড্যারেন সামিরও যেন সেই স্মৃতি মনে পড়ে গেছে। মাইক টাইসনের মতো নিউজিল্যান্ডও কিন্তু ফেবারিট। গ্রুপ পর্বের অপ্রতিরোধ্য দল, সব ম্যাচ জিতেই কোয়ার্টার ফাইনালে উঠে তারা। আর নিজেদের জেমস বাস্টার ডগলাসের সঙ্গে তুলনা করেছেন সামি। এ বিষয়ে সাবেক ক্যারিবীয় অধিনায়ক ড্যারেন সামি বলেন, ‘শনিবার এমন ঘটনা ঘটতেই পারে। আমাদের প্রাথমিক লক্ষ্য ছিল কোয়ার্টার ফাইনালে পৌঁছনো এবং সেটা হয়েছে। ফাইনাল থেকে আমরা এখন মাত্র দু’ম্যাচ দূরে।? সতীর্থদের অনুশীলন দেখে আমার অন্যরকম মনে হচ্ছে। সব ম্যাচ জিতে নকআউট পর্বে উঠলেই যে কোয়ার্টার ফাইনালে জিতব, এমন কোন নিশ্চয়তা নেই। মাইক টাইসনকে হারানোর জন্য আমরা সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়ব।’ গ্রুপ পর্বের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের কাছে হারের পর ক্যারিবিয়ানদের নিয়ে আর তেমন কেউ প্রত্যাশা করেনি।
×