ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পুঁজিবাজারে সূচক বাড়লেও লেনদেন কমেছে

প্রকাশিত: ০৪:১৫, ২০ মার্চ ২০১৫

পুঁজিবাজারে সূচক বাড়লেও লেনদেন কমেছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ টানা পতন থেকে দেশের পুঁজিবাজার কিছুটা হলেও রক্ষা পেল। দেশের প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের ৫৮ ভাগ কোম্পানির দর বাড়ার কারণে সূচক বেড়েছে। সকাল থেকে সূচকের বড় ধরনের ইতিবাচক প্রবণতা দিয়ে লেনদেন হলেও বিনিয়োগকারীদের অংশগ্রহণ কমেছে। শুধু তাই নয়, বেশিরভাগ কোম্পানির দর বাড়লেও সার্বিক লেনদেন এক দিনের মধ্যে অর্ধেকে নেমে এসেছে। বৃহস্পতিবারে ডিএসইতে লেনদেন হয়েছে ১৬৬ কোটি টাকা; যা গত ৩ মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন। বাজার পর্যালোচনায় দেখা গেছে, সকাল থেকে সূচকের বড় ধরনের ইতিবাচক প্রবণতা দিয়ে লেনদেন শুরু হয়। ব্যাংকসহ বিভিন্ন খাতের কোম্পানির দর বাড়লেও বিনিয়োগকারীদের অংশগ্রহণ কমেছে। দিনশেষে ডিএসইতে ১৬৬ কোটি ৬১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের চেয়ে ১৪৬ কোটি ৭৩ লাখ টাকা বা ৪৭ শতাংশ কম। আগের দিন এ বাজারে লেনদেন হয়েছিল ৩১৩ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার। এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩০৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৭৮টির, কমেছে ৯৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির শেয়ার দর। সকালে লেনদেন শুরুর প্রথম ৫ মিনিটেই সূচক ১৭ পয়েন্ট বাড়ে। কিছুক্ষণ পরে সূচক আগের দিনের চেয়ে প্রায় ৫০ পয়েন্ট বেড়ে যায়। দিনশেষে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ২৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৪৬৮ পয়েন্টে। ডিএস৩০ সূচক ৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৮১ পয়েন্টে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ১১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৬৮৬ পয়েন্টে। ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হচ্ছে- লাফার্জ সুরমা সিমেন্ট, গ্রামীণফোন, ইফাদ অটোস, শাহজিবাজার পাওয়ার কোম্পানি, এসিআই লিমিটেড, স্কয়ার ফার্মা, বেক্সিমকো, শাশা ডেনিমস, সামিট এ্যালায়েন্স পোর্ট এবং ওয়ান ব্যাংক। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো : হা-ওয়েল টেক্সটাইল, ইস্ট ল্যান্ড ইন্স্যুরেন্স, গ্লোবাল ইন্স্যুরেন্স, ফার কেমিক্যাল, আইএফআইসি, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেড, সি অ্যান্ড এ টেক্সটাইল, রিপাবলিক ইন্স্যুরেন্স, অলটেক্স ও স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো : ইউনাইটেড ইন্স্যুরেন্স, আজিজ পাইপস, ইসলামী ইন্স্যুরেন্স, নিটল ইন্স্যুরেন্স, ইবিএল ১ম মিউচুয়াল ফান্ড, মুন্নু সিরামিক, ইস্টার্ন ইন্স্যুরেন্স, ৩য় আইসিবি মিউচুয়াল ফান্ড, পিপলস ইন্স্যুরেন্স ও আইএফআইসি ১ম মিউচুয়াল ফান্ড। ঢাকার মতো দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সব ধরনের সূচকের বৃদ্ধি দিয়ে লেনদেন হয়েছে। সেখানেও আগের দিনের চেয়ে বিনিয়োগকারীদের অংশগ্রহণ কিছুটা কম ছিল। দিনশেষে ১৪ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। বুধবারে সিএসইতে ২২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছিল। সিএসই সার্বিক সূচক ৮৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৬৫৫ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২১৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৩২টির, কমেছে ৫৩টি এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : জিপিএইচ ইস্পাত, লাফার্জ সুরমা সিমেন্ট, বেক্সিমকো, শাশা ডেনিমস, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড, সামিট পোর্ট এলায়েন্স লিমিটেড, ইফাদ অটোস, শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড, স্কয়ার ফার্মা ও গ্রামীণ ফোন।
×