ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানে আঁখি আলমগীর

প্রকাশিত: ০৬:৫৯, ১৯ মার্চ ২০১৫

বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানে আঁখি আলমগীর

সংস্কৃতি ডেস্ক ॥ বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশন ও যশোর এরিয়া এবং এটিএন বাংলার যৌথ আয়োজনে আজ যশোর সেনানিবাসে অনুষ্ঠিত হবে স্বাধীনতার মাসের বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান ‘সৈনিক সন্ধ্যা’। অনুষ্ঠানে সেনা সদস্যদের সঙ্গীতের মাধ্যমে মন মাতাবেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী আঁখি আলমগীর। আরও আছেন এসআই টুটুল, মুহিন, উদীয়মান তারকা নিশিতা বড়ুয়া প্রমুখ। অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করবেন বাংলাদেশ একাডেমি অব ফাইন আর্টসের শিল্পীরা। প্রায় তিন ঘণ্টাব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে এটিএন বাংলার পর্দায়। লোপা হোসাইনের উপস্থাপনায় অনুষ্ঠানটি যৌথভাবে প্রযোজনা করবেন মুকাদ্দেম বাবু ও রাসেল মাহমুদ। বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন এরিয়া ও ডিভিশন এবং এটিএন বাংলার যৌথ আয়োজনে গত বছর থেকে নিয়মিতভাবে আয়োজিত হচ্ছে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। দেশের স্বনামধন্য শিল্পীরা এসব আয়োজনে অংশগ্রহণ করলেও এবারই প্রথম অংশগ্রহণ করছেন ক্লোজআপ তারকা নিশিতা বড়ুয়া।
×