ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

অতীশ দীপঙ্কর প্রযুক্তি ভার্সিটি

বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে আলোচনা সভা, চলচ্চিত্র প্রদর্শনী

প্রকাশিত: ০৬:৪৭, ১৯ মার্চ ২০১৫

বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে আলোচনা সভা, চলচ্চিত্র প্রদর্শনী

অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বুধবার বেলা ১১টায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৫তম জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষে বনানী ক্যাম্পাসের ৬ষ্ঠ তলায় মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান প্রফেসর ড. আনোয়ারা বেগম । ট্রাস্টি বোর্ডের সদস্য ড. এম শাহীন খানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন- রেলপথ মন্ত্রী মুজিবুল হক এমপি, বিশেষ অতিথি বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান মোঃ ইসরাফিল আলম এমপি, শিক্ষামন্ত্রণালয়ের যুগ্মসচিব জনাব জিকরুর রেজা খানম, এনডিসি, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর এম মাহবুবুর রহমান, ট্রাস্টি সদস্য গোলাম সারোয়ার কবির, তাহেরুল ইসলাম পাটোয়ারী, ট্রাস্টিজ সদস্য ও পরীক্ষা নিয়ন্ত্রক শাহাজান মোহাম্মদ মহিউদ্দিন, লিয়াকত আলী সিকদার, সৈয়দ হেমায়েত হোসেন, বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও কোষাধ্যক্ষ ড. রফিক উদ্দিন আহমেদ, প্রধান হিসাবরক্ষক জামাল উদ্দিন বিশ্বাস, শিক্ষক প্রফেসর ড. আব্দুর রহমান, ছাত্রনেতা রাশেদুল ইসলাম খাঁন রানা প্রমুখ বক্তব্য রাখেন। -বিজ্ঞপ্তি স্ত্রী হত্যার দায়ে দুই জনের মৃত্যুদণ্ড নেত্রকোনা ও মুক্তাগাছা নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ১৮ মার্চ ॥ যৌতুকের কারণে স্ত্রীকে জবাই করে হত্যার দায়ে রুবেল মিয়া নামে এক ব্যক্তিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদ-ের আদেশ দিয়েছে আদালত। নেত্রকোনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোঃ আব্দুল হামিদ বুধবার আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। জানা গেছে, কেন্দুয়া উপজেলার স্বল্প মাইজহাটি গ্রামের শারফুল জামানের পুত্র রুবেল মিয়া বিয়ের পর থেকেই যৌতুকের জন্য স্ত্রী ফাতেমা খাতুনের (২৫) ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিল। ২০০৯ সালের ২৫ আগস্ট রুবেল ধারালো কাঁচি দিয়ে ফাতেমা খাতুনকে জবাই করে হত্যা করে। স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ থেকে জানান, মুক্তাগাছা উপজেলার মহিষতারা গ্রামের স্ত্রী জোছনা আরা হত্যা মামলার রায়ে স্বামী আবু বকর সিদ্দিককে (৫৫) ফাঁসির আদেশ দিয়েছে ময়মনসিংহ আদালত। একই মামলার রায়ে অপর চার আসামির প্রত্যেককে যাবজ্জীবন কারাদ- দিয়েছে আদালত। যাবজ্জীবন দ-প্রাপ্তরা হচ্ছে আবু বকর সিদ্দিকের মা জমিরন (৭৫), ইদ্রিস আলী (৫৫), হাছেন আলী (৬০) ও ইউনুছ আলী (৬৫)। বিডিবিএলে বঙ্গবন্ধুর জন্মদিন পালন বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের (বিডিবিএল) পরিচালনা পর্ষদের পরিচালক কাজী মোর্শেদ হোসেন কামাল ও ড. রুস্তম আলী আহমেদ গত মঙ্গলবার ব্যাংকের সিবিএ অফিসে কেক কেটে জাতির পিতা বঙ্গবন্ধুর ৯৫তম জন্মবার্ষিকী উদ্যাপন করেন। বিডিবিএল এমপ্লয়িজ ইউনিয়ন আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের ডিজিএম শাখাওয়াত হোসেন খান, এ কে এম শফিকুল ইসলাম, বঙ্গবন্ধু পরিষদ বিডিবিএল শাখার সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম, অফিসার্স এ্যাসোসিয়েশন সভাপতি ছিদ্দিক উল্যা, সাধারণ সম্পাদক আলী আহমেদ বেপারী, সিবিএ সভাপতি মোঃ তোজাম্মেল হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ নুরে আলম সিদ্দিক। -বিজ্ঞপ্তি প্রিন্ট মিডিয়া কর্মকর্তা কর্মচারী সমবায় সমিতির কমিটি গঠন প্রিন্ট মিডিয়া কর্মকর্তা-কর্মচারী সমবায় সমিতি লিঃ-এর বাৎসরিক সাধারণ সভা সমিতির অস্থায়ী কার্যালয় দৈনিক জনতায় মঙ্গলবার দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হয়। সভায় সর্বম্মতিক্রমে সভাপতি বিষু কুমার দাস (দৈনিক জনতা) ও সাধারণ সম্পাদক আহসান আলী সরকার (দৈনিক করতোয়া) মনোনীত হন। এছাড়া সহ-সভাপতি আবু হামিদ মুহাম্মদ সজিব (দি নিউনেশন), সহ-সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন (দৈনিক ইত্তেফাক), সাংগঠনিক সম্পাদক অলি উল্লাহ তুহিন (আমাদের অর্থনীতি), অর্থ সম্পাদক আনছার আলী (দৈনিক ইনকিলাব), প্রকাশনা সম্পাদক কামাল হোসেন (দৈনিক দিনকাল), প্রচার ও দফতর সম্পাদক ইকবাল হোসেন (দি ফিন্যান্সিয়াল এক্সপ্রেস), ক্রীড়া সম্পাদক ইব্রাহিম (বাংলাদেশ টু-ডে), আপ্যায়ন ও বিনোদন সম্পাদক মোস্তাফিজুর রহমান (দি নিউনেশন), মহিলা সম্পাদিকা শাহানারা বেগম (দৈনিক জনতা), নির্বাহী সদস্য ফরহাদ হোসেন (দৈনিক খবর), হেলাল উদ্দিন (নিউ এইজ), ওয়ালিয়ার রহমান (দিনকাল) ও দিনবন্ধু রায় (দৈনিক আমাদের অর্থনীতি)। -বিজ্ঞপ্তি
×