ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মালয়েশিয়ায় অবৈধ বিনিয়োগকারীদের ধরতে সমঝোতা চুক্তি হবে

প্রকাশিত: ০৫:৫০, ১৯ মার্চ ২০১৫

মালয়েশিয়ায় অবৈধ বিনিয়োগকারীদের ধরতে সমঝোতা চুক্তি হবে

স্টাফ রিপোর্টার ॥ সেকেন্ড হোম মালয়েশিয়ায় অবৈধভাবে বিনিয়োগকারীদের ধরতে আগামী তিন মাসের মধ্যেই ‘বাংলাদেশ-মালয়েশিয়া সমঝোতা চুক্তি’ স্বাক্ষরিত হবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার মো. সাহাবুদ্দিন চুপ্পু। রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে বুধবার দুর্নীতিবিরোধী সপ্তাহ উদযাপন উপলক্ষে ইলেকট্রনিক মিডিয়ার প্রধান নির্বাহীদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় কমিশনার এ কথা জানান। দুদক কমিশনার বলেন, মালয়েশিয়ায় সেকেন্ড হোমে অবৈধভাবে যারা অর্থ পাচার করেছেন তাদের বিরুদ্ধে দুদক অনুসন্ধান করছে। এরই মধ্যে আমরা বেশকিছু তথ্য পেয়েছি। বর্তমানে বাংলাদেশে এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু। সেকেন্ড হোমে জড়িত সকলেই হাইপ্রোফাইল সম্পন্ন। ইউনাইডেট নেশনস কনভেনশন এ্যাগেইনস্ট করাপশনের (আনকাক) সদস্য দুদক। এ ক্ষমতাবলেই আমরা মালয়েশিয়ার সঙ্গে সমোঝতা চুক্তি করতে যাচ্ছি। এ লক্ষ্যে আমরা ইমিগ্রেশনে চিঠি দিয়েছি। মন্ত্রিপরিষদেও এ বিষয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। আশা করি, জুনের মধ্যেই সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হবে। দুদক চেয়ারম্যান মোঃ বদিউজ্জামানের সভাপতিত্বে ও সিনিয়র উপ-পরিচালক মো. জুলফিকার আলীর পরিচালনায় অনুষ্ঠানে দুদক কমিশনার ড. নাসিরউদ্দীন আহমেদসহ কমিশনের অন্য উর্ধতন কর্মকর্তা ও বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ার প্রধান নির্বাহীরা উপস্থিত ছিলেন।
×