ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ভিয়েনায় বঙ্গবন্ধুর জন্মদিন পালিত

প্রকাশিত: ০৫:৪৯, ১৯ মার্চ ২০১৫

ভিয়েনায় বঙ্গবন্ধুর জন্মদিন পালিত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৫তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ১৭ মার্চ বিকেলে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার সুলগাসে পিজারিয়া কাবালু ভিয়াকোর হলে আলোচনা সভা, শিশুদের চিত্রাঙ্কন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অস্ট্রিয়া আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি খন্দকার হাফিজুর রহমান নাসিম। পরিচালনা করেন সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম কবির। বক্তব্য রাখেন, সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, অস্ট্রিয়া প্রবাসী মানবাধিকার কর্মী, লেখক, সাংবাদিক এম. নজরুল ইসলাম, অস্ট্রিয়া আওয়ামী লীগের উপদেষ্টা আশরাফুল বারি মিহীর, সহ-সভাপতি আকতার হোসেন, সামছুল ইসলাম, এ কে এম সওকত আলী, রুহী দাস সাহা, বখতিয়ার রানা, সাংগঠনিক সম্পাদক নয়ন হোসেন, আইন বিষয়ক সম্পাদক মাহবুব খান সামীম প্রমুখ। সভায় এম. নজরুল ইসলাম বলেন, ‘২৩ বছরের পাকিস্তানী শোষণ-জুলুম-নির্যাতন-নিষ্পেষণের জিঞ্জির ভেঙ্গে বাংলাদেশের জন্ম দিয়ে গেছেন সর্বজনীন সর্বকালীন বাঙালী বঙ্গবন্ধু শেখ মুজিব।’ -বিজ্ঞপ্তি ইস্ট ওয়েস্ট ভার্সিটির সমাবর্তন আজ দেশের অন্যতম প্রধান বেসরকারী বিশ্ববিদ্যালয় ইস্ট ওয়েস্টের চতুর্দশ সমাবর্তন আজ ১৯ মার্চ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর আফতাব নগরের নিজস্ব ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি সাবেক প্রধান বিচারপতি মোঃ তফাজ্জল ইসলাম। সমাবর্তন বক্তা হিসেবে থাকবেন মানবাধিকার কর্মী সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এ্যাডভোকেট সুলতানা কামাল। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারপার্সন, বাংলাদেশ ব্যাংকের সাবেক গবর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিনসহ ট্রাস্টি বোর্ডের অন্যান্য সদস্য উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আহমদ শফি। এবারের সমাবর্তনে আন্ডার গ্র্যাজুয়েট ও গ্র্যাজুয়েট প্রোগ্রামের ১৪৪৫ জন শিক্ষার্থীকে সনদ তুলে দেয়া হবে। এছাড়া অসামান্য মেধার স্বীকৃতি হিসেবে দুইজন শিক্ষার্থীকে দেয়া হবে রাষ্ট্রপতি স্বর্ণপদক। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল চ্যানেল আই। -বিজ্ঞপ্তি
×