ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে ঝুঁকিপূর্ণ রিক্সার মোটর খোলার নির্দেশ

প্রকাশিত: ০৬:৪৯, ১৭ মার্চ ২০১৫

রাজশাহীতে ঝুঁকিপূর্ণ রিক্সার মোটর খোলার নির্দেশ

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহীতে ব্যাটারিচালিত রিক্সা থেকে মালিক ও চালকদের মোটর যন্ত্র খুলে রাখার নির্দেশ দিয়েছে মহানগর পুলিশ। আগামী ২০ মার্চের মধ্যে ঝুঁকিপূর্ণ এসব রিক্সা থেকে মোটর খুলে নেয়ার জন্য ইতোমধ্যে শহরে মাইকিং শুরু করেছে আরএমপি। এর মধ্যে রিকশা থেকে মোটর না সরালে পুলিশের পক্ষ থেকে অভিযানে নামার সিদ্ধান্ত নেয়া হয়েছে। জানা গেছে, জনবহুল রাস্তায় দ্রুতগতিতে ছুটে চলা রিক্সার বিড়ম্বনা বেড়েছে মহানগরীতে। ঝুঁকিপূর্ণ এসব রিক্সায় অহরহ ঘটছে দুর্ঘটনা। বর্তমানে সাধারণ রিক্সাতে মোটর লাগিয়ে রাজশাহী শহরে এখন দাপিয়ে বেড়াচ্ছে প্রায় ৮ হাজার মোটরচালিত রিকশা। অবশেষে গতি নিয়ন্ত্রণহীন এসব মোটরচালিত রিক্সা বন্ধে উদ্যোগ নিয়েছে প্রশাসন। রাজশাহী মহানগর ট্রাফিক ইনচার্জ (টিআই) আবু রায়হান জানান, নগরীতে দিনে দিনে মোটরচালিত রিক্সার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এতে নগরীতে যানজট যেমন বৃদ্ধি পাচ্ছে তেমন বাড়ছে দুর্ঘটনা। এ কারণে সাধারণ মানুষের ভোগান্তি কমাতে এ উদ্যোগ নেয়া হয়েছে। এদিকে রিক্সা থেকে মোটর খোলার ঘোষণার পর রবিবার সন্ধ্যায় মোটরচালিক রিক্সার মালিক ও চালকরা বিক্ষোভ প্রদর্শন করেছেন। পাবনায় বিদ্যুতস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু নিজস্ব সংবাদদাতা, পাবনা, ১৬ মার্চ ॥ শহরের দিলালপুর মহল্লায় বিদ্যুতস্পৃষ্ট হয়ে ইব্রাহীম হোসেন (৪২) নামে এক ‘িনর্মাণ শ্রমিক মারা গেছেন। সোমবার বেলা ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটেছে। নিহত ইব্রাহীম সদর উপজেলার মাদারবাড়িয়া গ্রামের মুন্না মোল্লার ছেলে। ঠাকুরগাঁওয়ে কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ১৬ মার্চ ॥ সোমবার ঠাকুরগাঁওয়ে প্রায় কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। দুপুরে শহরের সরকারী বালক উচ্চবিদ্যালয়ের বড় মাঠে ঠাকুরগাঁও ৩০ বডার গার্ড ব্যাটালিয়নের উদ্যোগে ওই মাদকদ্রব্য ধ্বংস করা হয়। এর আগে মাদকের ক্ষতিকর বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ৩০ বিজিবি’র পরিচালক লেফটেন্যান্ট কর্নেল তুষার বিন ইউনুসের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস, ব্যাটালিয়নের সেক্টর কমান্ডার লেফটেন্যান্ট আকরাম হোসেন পিএসসি, পুলিশ সুপার আবদুর রহিম শাহ চৌধুরী প্রমুখ। মাদারীপুরে হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান জেলহাজতে নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ১৬ মার্চ ॥ সদর উপজেলার শিরখাঁড়া ইউনিয়নের চেয়ারম্যান মজিবুর রহমান হাওলাদারকে একটি হত্যা মামলায় জেলহাজতে পাঠানো হয়েছে। সোমবার দুপুরে মাদারীপুর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক প্রশান্ত কুমার বিশ্বাস এ নির্দেশ প্রদান করেন। জানা গেছে, গত ৭ মার্চ রাতে মাদারীপুর সদর উপজেলার শিরখাঁড়া ইউনিয়নের ঘুনসি গ্রামে দু’পক্ষের সংঘর্ষে হিরু শেখ (৪২) নামে এক ব্যক্তি নিহত ও ৩ জন গুলিবিদ্ধসহ ৭ জন আহত হয়। গুলিবিদ্ধ আহতরা হলেন, ঘুনসি গ্রামের দাদন মাতুব্বর, শাজাহান মৃধা ও লিমন বেপারি। এ মামলায় সোমবার মাদারীপুর আদালতে হাজিরা দিয়ে জামিনের আবেদন করলে বিচারক জামিন নামঞ্জুর করে মজিবুর রহমান হাওলাদারকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন। ফরিদপুরে বাক প্রতিবন্ধী কিশোরী ধর্ষিত নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ১৬ মার্চ ॥ ভাঙ্গায় ১২ বছর বয়সী এক বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণের শিকার হয়েছে। এ ব্যাপারে জড়িত সন্দেহে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাতে উপজেলার হামিরদী ইউনিয়নে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে কিশোরীর মা বাদী হয়ে সোমবার ভাঙ্গা থানায় মামলা করেছেন। জানা যায়, রবিবার রাত ১০টার দিকে মেয়েটি বাড়ির পোষা কুকুরকে খাবার দিতে ঘরের বাইরে যায়।
×