ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

এসআইবিএলের মুনাফা বেড়েছে

প্রকাশিত: ০৬:৪০, ১৭ মার্চ ২০১৫

এসআইবিএলের মুনাফা বেড়েছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত সোস্যাল ইসলামী ব্যাংকের (এসআইবিএল) শেয়ার প্রতি আয় বা ইপিএস বেড়েছে। সমাপ্ত বছরে এই ব্যাংকের ইপিএস বেড়েছে ৫৩ দশমিক ৯৩ শতাংশ। সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, আলোচ্য বছরে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৭৪ পয়সা। ২০১৩ সালে ব্যাংকটি শেয়ার প্রতি আয় করেছিল ১ টাকা ৭৮ পয়সা। সর্বশেষ হিসাব বছরে ব্যাংকের কনসোলিডেটেড মুনাফার পরিমাণও বেড়েছে। ব্যাংকটির কর পরিশোধের পর মুনাফা করেছে ১৯২ কোটি ৮৩ লাখ ৯০ হাজার টাকা। আগের বছর একই সময়ে ব্যাংকটি কনসোলিডেটেড মুনাফা করেছিল ১২৫ কোটি ২১ লাখ ৩০ হাজার টাকা। বিএসইসি চেয়ারম্যানকে স্মারকলিপি অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে দরপতন রোধ করে স্থিতিশীলতা ফেরাতে বিএসইসি চেয়ারম্যানকে স্মারকলিপি দিয়েছে বিনিয়োগকারীরা। সোমবার বাংলাদেশ বিনিয়োগকারী ঐক্য পরিষদের পক্ষ থেকে সংগঠনের সভাপতি মিজানুর রশীদ চৌধুরী ও সাধারণ সম্পাদক কাজী আবদুর রাজ্জাক এ স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে বাজারের স্থিতিশীলতা ফেরাতে ১৯ দফা দাবি জানানো হয়। এর আগে বাজারে লেনদেন শুরুর পর পতন শুরু হলে বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত ডিএসই ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচী পালন করে বিনিয়োগকারী ঐক্য পরিষদ। মানববন্ধন শেষে বেলা আড়াইটার দিকে বিএসইসি কার্যালয়ে এসে তারা স্মারকলিপি প্রদান করেন।
×