ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ফতুল্লায় এনজিও অফিসে বিস্ফোরণে দগ্ধ একজনের মৃত্যু

প্রকাশিত: ০৫:৫৪, ১৭ মার্চ ২০১৫

ফতুল্লায় এনজিও অফিসে বিস্ফোরণে দগ্ধ একজনের মৃত্যু

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ॥ সদর উপজেলার ফতুল্লা থানার পঞ্চবটিতে একটি এনজিও অফিসে বিস্ফোরণে দগ্ধ সাতজনের মধ্যে একজন মারা গেছে। তার নাম নাসির (২৫)। সোমবার সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে তার মৃত্যু হয়। সে ফতুল্লার ফাজিলপুর এলাকার করিম সরদারের ছেলে। তার বড় ভাই বিদ্যুত মিস্ত্রি আসলামসহ একই হাসপাতালে চিকিৎসাধীন অন্য ৬ জনের অবস্থাও আশঙ্কাজনক। তারা মৃত্যুর সঙ্গে লড়ছে। নাসির তার বড় ভাই আসলামের সহযোগী হিসেবে কাজ করত। রবিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে ফতুল্লার পঞ্চবটি রূপসী হাউজিংয়ের চারতলা ভবনের নিচতলায় অবস্থিত সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস (এসএসএস) নারায়ণগঞ্জ শাখা এনজিও অফিসে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। আগুনে অগ্নিদগ্ধ হয় ৭ জন। তাদের শরীরের বেশিরভাগ অংশ পুড়ে গেছে। ওই এনজিও অফিস থেকে ক্ষুদ্র ঋণ বিতরণ করা হতো।
×