ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নাটোরে এনজিও কর্মী গণধর্ষণের শিকার

প্রকাশিত: ০৪:২৭, ১৬ মার্চ ২০১৫

নাটোরে এনজিও  কর্মী গণধর্ষণের  শিকার

সংবাদদাতা, নাটোর, ১৫ মার্চ ॥ নাটোরের বড়াইগ্রাম উপজেলার আহম্মেদপুরে শনিবার রাতে সংখ্যালঘু সম্প্রদায়ের এক এনজিও কর্মীকে (৩২) ধর্ষণ করেছে তিন নরপশু। এদিকে স্থানীয় প্রভাবশালী মহল ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করা হয়েছে। এলাকাবাসী ও ধর্ষিতার স্বজনরা জানান, শনিবার রাত সাড়ে ৭টার দিকে সমতা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির মাঠকর্মী দিনের কাজ শেষে নাটোর সদরে নিজ বাড়িতে ফেরার জন্য আহম্মেদপুর ব্রিজের পাশে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। এ সময় একই উপজেলার কায়েমকোলা গ্রামের জামালউদ্দিনের ছেলে রাব্বী, তার বন্ধু আরিফ ও অজ্ঞাত পরিচয়ের অপর একজন মিলে তাকে জোরপূর্বক ব্রিজের নিচে নিয়ে গিয়ে উপর্যুপরি ধর্ষণ করে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা দেখতে পেয়ে তাকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে ভর্তি করে। এদিকে ধর্ষিতা ও তার স্বজনেরা থানায় মামলা করতে চাইলেও স্থানীয় প্রভাবশালী মহলের বাধার মুখে থানায় যেতে পারছেন না বলে অভিযোগ করেছেন ধর্ষিতার পরিবার।
×