ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

হায় বুড়িগঙ্গা!

প্রকাশিত: ০৫:৫৬, ১৫ মার্চ ২০১৫

হায় বুড়িগঙ্গা!

বাংলাদেশ নদীমাতৃক দেশ। এ দেশের ওপর দিয়ে বয়ে চলছে ছোট-বড় শতাধিক নদী। এমনই একটি নদী বুড়িগঙ্গা। এই নদীর পাশেই এক সময় গড়ে উঠেছিল রাজধানী ঢাকা। কিন্তু বুড়িগঙ্গা এখন নাব্য হারিয়ে এবং ভূমি দখলদারদের কবলে পড়ে এর ঐতিহ্য হারাতে বসেছে। এর ওপর স্থানীয় কল-কারখানা ও নৌযানগুলোর বর্জ্য পদার্থে নদীটির স্বাভাবিক চিত্র দৃষ্টিগোচর হয় না। নবাবগঞ্জ বড় মসজিদের ঢালে বেড়িবাঁধ সংলগ্ন লালবাগের বিপরীত পাশে শনিবার দু’শিশুকে সাঁকো দিয়ে বুড়িগঙ্গা পার হতে দেখা যায়। ছবিটি তুলেছেন জনকণ্ঠের নিজস্ব আলোকচিত্রী।
×