ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

লিবিয়ায় আইএসের হাতে অপহৃত লিটনকে জীবিত উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কাম

প্রকাশিত: ০৫:৫৩, ১৫ মার্চ ২০১৫

লিবিয়ায় আইএসের হাতে অপহৃত লিটনকে জীবিত উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কাম

নিজস্ব সংবাদদাতা, নোয়াখালী, ১৪ মার্চ ॥ লিবিয়ায় জঙ্গী সংগঠন ‘আইএস’র হাতে অপহৃত আনোয়ার হোসেন লিটনকে দ্রুত জীবিত উদ্ধারের দাবিতে নোয়াখালীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় লিটনকে জীবিত উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হয়। শনিবার লিটনের গ্রামের বাড়ি বেগমগঞ্জ উপজেলার কাদিরপুর ইউনিয়নের গয়েছপুর গ্রামে এলাকাবাসীর উদ্যোগে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে এলাকার জনপ্রতিনিধি ছাড়াও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী ও নারীরা হাতে হাত রেখে ব্যানার, ফেস্টুুন নিয়ে মানববন্ধনে অংশ নেয়। মানববন্ধনে বক্তব্য রাখেন কাদিরপুর ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নুর নবী, কাদিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছালাহউদ্দিন আহম্মেদসহ এলাকাবাসী। বক্তারা যে কোন মূল্যে আনোয়ার হোসেন লিটনকে লিবিয়ার আইএসের হাত থেকে মুক্ত করে দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
×