ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দিলকুশায় বহুতল ভবনে অগ্নিকাণ্ড

প্রকাশিত: ০৫:৪৭, ১৫ মার্চ ২০১৫

দিলকুশায় বহুতল ভবনে অগ্নিকাণ্ড

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর দিলকুশা বাণিজ্যিক এলাকায় বহুতল আমানউল্লাহ ভবনের আগুন ভয়াবহ হবার আগেই নিভিয়ে ফেলা হয়েছে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট অত্যন্ত দক্ষতার সঙ্গে চটজলদি আগুন নেভাতে সক্ষম হয়। শনিবার বিকেলে লাগা এই আগুনে আশপাশের আরও কয়েকটি ভবনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ভবনটিতে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফিন্যান্স কোম্পানি লিমিটেডের (বিআইএফসিএল) কার্যালয়সহ বিভিন্ন ব্যাংক ও বীমা প্রতিষ্ঠানের কার্যালয় রয়েছে। দমকল বাহিনী সূত্র জানায়, শনিবার পৌনে চারটার দিকে এ আগুনের সূত্রপাত হয় । খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। পরে সেখানে আরও পাঁচটি কমান্ড কার সেখানে পাঠানো হয়। ফায়ার সার্ভিসের কর্মীদের সঙ্গে পাশের ইউনূস ভবনের নিজস্ব প্রায় অর্ধশত কর্মী আগুন নেভাতে কাজ করেন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতর নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার আতাউর রহমান জানান, ওই এলাকার ইউনূস ভবনের পাশে অবস্থিত সাততলা ভবনটির দ্বিতীয় তলায় আগুনে লেগেছে। তবে আগুনের সূত্রপাত জানা যায়নি। আগুন নেভাতে গিয়ে এক ফায়ার কর্মী অসুস্থ হয়ে পড়েন। সরেজমিনে দেখা যায়, দ্বিতীয় তলায় বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফিন্যান্স কোম্পানি লিমিটেডের (বিআইএফসিএল) অফিস রয়েছে। আগুনে ওই কার্যালয়ের বেশ কিছু আসবাবপত্র ছাড়াও গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে বলে সংশ্লিষ্টরা দাবি করছেন। এছাড়া মিয়া আমান উল্লাহ ভবনের অন্যান্য তলাতে ব্যাংকসহ আরও বেশ কয়েকটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যালয় রয়েছে। মালিবাগেও আগুন ॥ রাজধানীর মালিবাগ চৌধুরীপাড়ায় পদ্মা সিনেমা হলের বিপরীতে একটি স্যানিটারি গোডাউনে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। শনিবার দুপুর সোয়া ২টার বিসমিল্লাহ স্যানিটারির গোডাউনে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নিয়ন্ত্রণ কক্ষ জানায়, খবর পেয়ে খিলগাঁও ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।
×