ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ইসলামাবাদ হাইকোর্টে লাখবির আটকাদেশ বাতিল ঘোষণা

প্রকাশিত: ০৩:৩৫, ১৪ মার্চ ২০১৫

ইসলামাবাদ হাইকোর্টে লাখবির আটকাদেশ বাতিল ঘোষণা

মুম্বাই হামলার পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত জাকিউর রেহমান লাখবির আটকাদেশ শুক্রবার বাতিল ঘোষণা করেছে ইসলামাবাদ হাইকোর্ট। খবর ডন অনলাইনের। বিচারপতি নূরুল হক তৃতীয়বারের আটকাদেশের বিরুদ্ধে লাখবির দায়ের করা আপিলটি গ্রহণ করে তাকে অবিলম্বে মুক্তির নির্দেশ দেন। মুম্বাই হামলা মামলা এবং আরও একটি মামলায় লাখবির জামিন মঞ্জুর করা হয়েছে। লাখবির বিরুদ্ধে অন্য মামলাটি হচ্ছে, এক আফগান নাগরিককে অপহরণের সঙ্গে সম্পৃক্ততার জন্য ৬ বছরের পুরনো একটি মামলা। লাখবির বিরুদ্ধে ২০০৮ সালের নবেম্বরে মুম্বাই হামলার পরিকল্পনার জন্য অভিযোগ আনা হয়। ঐ হামলায় নিহত হয় ১শ’ ৬৬ জন। পাকিস্তান সরকার হামলায় জড়িত থাকার জন্য ২০০৯’র ফেব্রুয়ারিতে লাখবি ও অন্যান্য সন্দেহভাজনকে আটক করে। ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সির (এফআইএ) বিশেষ তদন্ত ইউনিট (এসআই ইউ) ঐ দষ্কর্মে জড়িত থাকার অভিযোগ লাখবি ও অন্য ৬ জনের বিরুদ্ধে ২০০৯-এ প্রাথমিক তদন্ত প্রতিবেদন (এফআইআর) নথিভুক্ত করে। পেশোয়ারে আর্মি পাবলিক স্কুলে ১৬ ডিসেম্বর সন্ত্রাসী হামলা ঘটনার মাত্র কয়েকদিন পর এক সন্ত্রাসবিরোধী আদালত লাখবির জামিন মঞ্জুর করলে ভারত ও অন্য কয়েকটি দেশ তীব্র ক্ষোভ প্রকাশ করে। পাকিস্তান সরকার এরপর আইন-শৃঙ্খলা রক্ষা বিষয়ক আদেশের (এমপিও) অধীন লাখবিকে আটক করতে বাধ্য হয়। আইএইচসি ২৯ ডিসেম্বর আটকাদেশ স্থগিত করে। কিন্তু সুপ্রীমকোর্ট ৭ জানুয়ারি লাখবির আটকাদেশ পুনর্বহাল রাখে।
×