ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মাশরাফি না খেললে অধিনায়ক সাকিব

প্রকাশিত: ০৬:৪২, ১৩ মার্চ ২০১৫

মাশরাফি না খেললে অধিনায়ক সাকিব

স্পোর্টস রিপোর্টার ॥ প্রায় সাড়ে চার বছর আগের স্মৃতি। ২০১০ সালে প্রথমবারের মতো নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করে বাংলাদেশ। সিরিজের প্রথম ওয়ানডেতেই ইনজুরিতে পড়ে সিরিজ থেকে ছিটকে পড়লেন মাশরাফি বিন মর্তুজা। এরপর দলের হাল ধরলেন সাকিব আল হাসান। নেতৃত্ব দিলেন। বাংলাদেশও নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করে দিল। আজও নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে মাশরাফির পরিবর্তে সহ অধিনায়ক সাকিব নেতৃত্ব দিতে পারেন। ম্যাচটিতে মাশরাফির খেলা অনিশ্চিত। প্রথম কারণ, বাংলাদেশ কোয়ার্টার ফাইনালে খেলা নিশ্চিত করে নিয়েছে। গ্রুপ পর্বের শেষ ম্যাচ আজ। টানা খেলতে থাকা মাশরাফিকে এ ম্যাচে বিশ্রাম দিয়ে কোয়ার্টার ফাইনালের জন্য প্রস্তুত রাখা। দ্বিতীয় কারণ, খানিক ইনজুরিও আছে মাশরাফির। কোয়ার্টার ফাইনালের আগে যা সেরে উঠবে। পুরো ফিট হয়েই মাঠে নামতে পারবেন মাশরাফি। তৃতীয় কারণ, ঠা-ায় গলা বসে গেছে। কথাও ঠিকমতো বলতে পারছেন না। খেলতে নামলে প্রচুর কথা বলতে হবে, যা কোয়ার্টার ফাইনালের আগে সমস্যা হয়ে দাঁড়াতে পারে। সর্বশেষ যে কারণটি, সেটি সবচেয়ে ‘গুরুত্বপূর্ণ’। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে সেøা ওভার রেটের জন্য জরিমানা গুনতে হয়েছে। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচেও যদি কোন কারণে এমনটি ঘটে, তাহলে কোয়ার্টার ফাইনালে খেলতেই পারবেন না মাশরাফি। তাঁকে এক ম্যাচ নিষিদ্ধ করা হবে। মাশরাফিকে খেলালে অনেকটা ঝুঁকিই নেয়া হয়ে যাবে। তাই আগের কারণগুলো মাশরাফির মতো ক্রিকেটার পাত্তা না দেয়ারই কথা। কিন্তু ‘গুরুত্বপূর্ণ’ কারণটির জন্যই মাশরাফি নিউজিল্যান্ডের বিপক্ষে নাও খেলতে পারেন। যদিও বাংলাদেশ কোচ চন্দিকা হাতুরাসিংহে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে বিষয়টি খোলাসা করেননি। কিছুটা কুটনৈতিক জবাবের আশ্রয় নিয়েছেন। বলেছেন, ‘মাশরাফির গলা ব্যথা। আশা করি কাল (আজ) ঠিক হয়ে যাবে।’ হাতুরাসিংহের এ কথায় মনে হচ্ছে মাশরাফি খেলবেন। কিন্তু যখনই মাশরাফি খেলবেন কি খেলবেন না, এমন প্রশ্নের উদয় হলো তখনই হাতুরাসিংহে বলেছেন, ‘এটা টিম ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নেবে। তবে এই ব্যাপারে এখনও কোন সিদ্ধান্ত হয়নি। কাল (আজ) সকালে সিদ্ধান্ত নেয়া হবে।’ মাশরাফি অনুশীলন করলেও অধিনায়ক খেলবেন কিনা এ সিদ্ধান্ত যখন ম্যাচের আগেরদিন পর্যন্ত হয়নি, তখনও আর কারও বোঝার অপেক্ষা রইল না ম্যাচটিতে মাশরাফি খেলবেন না। মাশরাফি না খেললে স্বাভাবিকভাবেই অধিনায়ক থাকবেন সাকিব। বিশ্বকাপের অধিনায়ক ঘোষণার সময়ই বলে দেয়া হয়েছিল, বিশ্বকাপের অধিনায়ক মাশরাফি। সহ অধিনায়ক সাকিব। যদি মাশরাফি কোন ম্যাচে না খেলেন কিংবা ম্যাচে উপস্থিত না থাকেন কিংবা ইনজুরিতে পড়েন, সেক্ষেত্রে সাকিব দলের নেতৃত্ব দেবেন। আজ সাকিবের সেই নেতৃত্ব দেয়ার পালা। সাকিব এর আগেও দলের অধিনায়ক ছিলেন। ২০১১ সালের বিশ্বকাপেই সাকিব নেতৃত্ব দিয়েছেন।
×