ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মুক্তিযুদ্ধের তিন চলচ্চিত্রে জ্যোতি

প্রকাশিত: ০৬:৫৫, ১২ মার্চ ২০১৫

মুক্তিযুদ্ধের তিন চলচ্চিত্রে জ্যোতি

স্টাফ রিপোর্টার ॥ দর্শকপ্রিয় অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি ক্যারিয়ারের মাত্র কয়েক বছরে তিনটি মুক্তিযুদ্ধের চলচ্চিত্রে অভিনয় করে ফেলেছেন। তার মেধার কারণেই তিনি চলচ্চিত্রগুলোতে কাজ করার সুযোগ পেয়েছেন। তেমনি একটি চলচ্চিত্র মোরশেদুল ইসলাম পরিচালিত ‘অনিল বাগচীর একদিন’। হুমায়ূন আহমেদের পাঠকপ্রিয় উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে, ‘অনিল বাগচীর একদিন’। এতে অনিলের ছোট বোন অতশীর চরিত্রে অভিনয় করেছেন জ্যোতি। চলচ্চিত্রটি স্বাধীনতার মাসে মুক্তি পাবার কথা থাকলেও পরিচালক মোরশেদুল ইসলামের অসুস্থতার কারণে চলচ্চিত্রটি আপাতত মুক্তি পাচ্ছে না। তবে কবে নাগাদ মুক্তি পাবে সে বিষয়েও চূড়ান্ত হয়নি কিছু। অতশী চরিত্রে রূপদানকারী জ্যোতিকা জ্যোতি বলেন, অনিল বাগচীর একদিন চলচ্চিত্রে আমি অনিলের ছোট বোনের চরিত্রে অভিনয় করেছি। খুব চ্যালেঞ্জিং একটি চরিত্র। অনেক আশাবাদী আমি চলচ্চিত্রটি নিয়ে। এর আগেও আমি দুটি মুক্তিযুদ্ধের চলচ্চিত্রে অভিনয় করেছি। এমন ভাল ভাল কাজে নিজেকে সম্পৃক্ত রাখতে চাই। দর্শকের মাঝেই আমি বেঁচে থাকতে চাই আমার ভাল ভাল কাজ দিয়ে। এদিকে চলতি মাসেই প্রদর্শন হবার কথা রয়েছে, জ্যোতি অভিনীত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘গর্ত-ট্রেন্স অব ফেয়ার’।
×