ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

দুই ওসি প্রত্যাহার দাবি

রাজশাহীতে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক

প্রকাশিত: ০৬:২৫, ১২ মার্চ ২০১৫

রাজশাহীতে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ অবরোধ ও হরতালে নাশকতার ঝুঁকি নিয়ে পরিবহন ব্যবস্থা সচল রাখা হলেও বৃহস্পতিবার থেকে রাজশাহী জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দেয়া হয়েছে। ঘুষ দাবিসহ নানা অনিয়মের অভিযোগে রাজশাহী নগরীর বোয়ালিয়া মডেল থানার ওসি আলমগীর হোসেন ও শাহ মখদুম থানার ওসি মিজানুর রহমানক প্রত্যাহারের দাবিতে জেলা মোটর মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দ এ ধর্মঘটের ডাক দিয়েছে। পরিবহন শ্রমিক নেতা মাহাতাব অভিযোগ করেন, ১ মার্চ ভোরে শিরোইল বাস টার্মিনালে দুর্বৃত্তরা হানিফ পরিবহনের দুইটি বাস পুড়িয়ে দেয়। এ ঘটনায় হানিফ পরিবহনের পক্ষ থেকে মামলা করতে গেলে পুলিশ মামলা না নিয়ে পুলিশ ইচ্ছেমতো মামলা করে। যেখানে সাংবাদিক আনু মোস্তফাসহ অনেক নিরপরাধ মানুষকে মামলায় জড়িয়েছে। এছাড়া মামলায় হানিফ পরিবহনের নাম এবং বাস নম্বর দেয়নি পুলিশ। এতে হানিফ পরিবহনের নাম এবং পরিবহন নম্বর দেয়ার অনুরোধ করলে ওসি আলমগীর হোসেন দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। ঘটনার আগের দিন শ্রমিকের এক ছেলেকে আটক করে বাস পোড়ানো মামলায় জড়িয়ে দেয়। এসব কারণে দুনীর্তিবাজ দুই ওসির প্রত্যাহার না করা পর্যন্ত ধর্মঘট অব্যাহত থাকবে বলে জানান মাহাতাব। এদিকে, শাহ মখদুম থানার ওসির বিরুদ্ধে অভিযোগ করে জেলা ট্রাক ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মাইনুল হক বলেন, তাদের দুই শ্রমিক রহীম ও মাইনুলকে গত সোমবার পুলিশ আটক করে নির্যাতন চালায়। তাদের ছাড়াতে গেলে থানার ওসি শ্রমিক নেতাদের কাছে ঘুষ দাবি করেন। আটক শ্রমিকদের নির্যাতন চালায় থানা পুলিশ। বীজ পরীক্ষাগার স্থাপন বিষয়ক সেমিনার বিএডিসির মানসম্পন্ন বীজ সরবরাহ বৃদ্ধিকরণ প্রকল্পের উদ্যোগে আয়োজিত ‘আধুনিক বীজ পরীক্ষাগার স্থাপন’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ইউনুসুর রহমান। এতে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের বীজ উইংয়ের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) আনোয়ার ফারুক, বিএডিসির সদস্য পরিচালক (বীজ ও উদ্যান) মোঃ রমজান আলী, সচিব মোঃ দেলওয়ার হোসেন, মহাব্যবস্থাপক (বীজ) মোঃ আজিজুল হক এবং প্রকল্প পরিচালক মোঃ আজহারুল ইসলাম। -বিজ্ঞপ্তি এআইইউবি’র ওমেন ফোরামের উদ্বোধন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের (এআইইউবি) ওমেন ফোরামের উদ্বোধনী অনুষ্ঠান আট মার্চ ভার্সিটির নিজস্ব অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধন করেন এআইইউবি’র ভাইস চ্যান্সেলর ও ওমেন ফোরামের উপদেষ্টা ড. কারমেন জেড ল্যামাগনা। অনুষ্ঠান তত্ত্বাবধানে ছিলেন ভার্সিটির শিক্ষক ফারহীন হাসান ও ফারহানা আফরোজ। -বিজ্ঞপ্তি
×