ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

র‌্যাব কর্মকর্তাসহ ৩০ আসামিকে জেলে প্রেরণ, আইনজীবীদের বিক্ষোভ

প্রকাশিত: ০৫:৫০, ১২ মার্চ ২০১৫

র‌্যাব কর্মকর্তাসহ ৩০ আসামিকে জেলে প্রেরণ, আইনজীবীদের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জে ৭ খুনের ঘটনায় র‌্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ মোট ৩০ আসামিকে নিয়মিত হাজিরা শেষে কারাগারে প্রেরণ করেছে আদালত। আগামী ১১ মে পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে। বুধবার দুপুরে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এইচএম শফিকুল ইসলামের আদালতে হাজির করা হলে শুনানি শেষে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে সকালে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে র‌্যাব-১১ ব্যাটালিয়নের সাবেক কর্মকর্তা লে. কর্নেল তারেক সাঈদ মোহাম্মদ, মেজর আরিফ হোসেন ও কমান্ডার এমএম রানাসহ ৩০ জনকে আদালতে হাজির করা হয়। ৭ খুনের মামলার খুনীদের ফাঁসির দাবিতে আইনজীবীরা আদালত প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল করেছে। অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ফজলুর রহমান জানান, আদালতে মামলার বাদী পক্ষের আইনজীবীরা প্রধান আসামি নূর হোসেনকে ভারত থেকে দেশে ফেরত আনার বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ, ইতোমধ্যে এই মামলায় হত্যার দায় স্বীকার এবং ঘটনার স্বাক্ষী হিসেবে র‌্যাবসহ অনেকে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিলেও দীর্ঘদিনেও অভিযোগপত্র দাখিল করা হয়নি এবং অন্য আসামিদের হাতকড়া পড়িয়ে আদালতে হাজির করা হলেও র‌্যাবের সাবেক তিন কর্মকর্তাকে হাতকড়া ছাড়াই আদালতে হাজির করায় বিষয়টি বাদী পক্ষের আইনজীবীরা আদালতের দৃষ্টি আকর্ষণ করলে শুনানী শেষে আদালত জেল কোড অনুযায়ী পরবর্তীতে ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশ দিয়েছেন এবং আগামী ১১ মে মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন। সকালে ৭ খুনের মামলার খুনীদের ফাঁসির দাবিতে আদালত প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল করেছে আইনজীবীরা। এর আগে ২২ জানুয়ারি র‌্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ২৮ জনকে আদালতে হাজির করা হয়েছিল। প্রসঙ্গত, গত ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ সড়কের লিঙ্ক রোডের ফতুল্লা রামারবাগ এলাকা থেকে কাউন্সিলর নজরুলসহ ৭ জনকে অপহরণের তিন দিন পর শীতলক্ষ্যা নদী থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। এই ঘটনায় এ পর্যন্ত এই হত্যাকা-ের ঘটনায় র‌্যাবের ২০ জনসহ মোট ৩০ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে হত্যার দায় স্বীকার করে এবং হত্যাকা-ের বর্ণনা দিয়ে র‌্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ১৭ র‌্যাব সদস্যসহ মোট ২০ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেছে। র‌্যাবের ১৩ সদস্যসহ মোট ১৮ জন আদালতে স্বাক্ষী হিসেবে স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেছে।
×