ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ম্যাককুলামে মুগ্ধ হ্যাডলি

প্রকাশিত: ০৫:৪৫, ১১ মার্চ ২০১৫

ম্যাককুলামে মুগ্ধ হ্যাডলি

স্পোর্টস রিপোর্টার ॥ এবারের বিশ্বকাপে দুর্দান্ত খেলছে নিউজিল্যান্ড। ‘এ’ গ্রুপের একমাত্র দল যারা এখন পর্যন্ত সব ম্যাচেই জয়ের দেখা পেয়েছে। একাদশতম বিশ্বকাপে পাঁচ ম্যাচের সবটিতেই জিতে ১০ পয়েন্ট নিয়ে সবার ওপরে অবস্থান করছে ব্ল্যাক ক্যাপসরা। আর এই দলটিকে দারুণভাবে নেতৃত্ব দিচ্ছেন ব্রেন্ডন ম্যাককুলাম। তাই কিউই অধিনায়কের প্রশংসায় পঞ্চমুখ নিউজিল্যান্ডের সাবেক কিংবদন্তি ক্রিকেটার স্যার রিচার্ড হ্যাডলি। সেই সঙ্গে আক্ষেপও প্রকাশ করেছেন যে, ব্রেন্ডন ম্যাককুলামের মতো একজন আক্রমণাত্মক অধিনায়কের অধীনে খেলতে পারেননি তিনি। এ বিষয়ে রিচার্ড হ্যাডলি বলেন, ‘এটা বলতে খুবই ভয় হচ্ছে যে, ১৯৭০ এবং ১৯৮০-এর দশকে আমার ১৮ বছরের ক্যারিয়ারে এ রকম আক্রমণাত্মক অধিনায়কের অধীনে খেলতে পারিনি। আমাদের সময়েও বেশ ভাল অধিনায়ক ছিল এটা বলার অপেক্ষা রাখে না। কিন্তু ব্রেন্ডন তাদের চেয়েও কিছুটা আলাদা।’ এ সময় রিচার্ড হ্যাডলি আরও বলেন, ‘আপনি যখন আক্রমণাত্মক এবং আগাম সক্রিয় থেকে খেলবেন তখন ঝুঁকির পরিমাণটা অনেক বেশি থাকে। কিন্তু ম্যাককুলামের ক্ষেত্রে কিন্তু সেটা হচ্ছে না।’ শুধু রিচার্ড হ্যাডলিই নয়, ম্যাককুলামের প্রশংসা করেছেন স্টিফেন ফ্লেমিংও, ‘ব্রেন্ডন ম্যাককুলাম স্বাভাবিকভাবেই আক্রমণাত্মক খেলে।’ নিউজিল্যান্ডের অধিনায়ক হিসেবে ম্যাককুলামের জয় ৫৫%। অর্থাৎ ৪৭ ম্যাচ থেকে ২৬টিতেই দেশকে জয় উপহার দিয়েছেন তিনি। যা অসাধারণ এক কীর্তি। এদিকে ভারতীয় পেসার মোহাম্মদ শামিকেও প্রশংসা করেছেন রিচার্ড হ্যাডলি। এর ফলে দু’বছরের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে সেরা প্রশংসাটাই হয়ত পেয়ে গেলেন মোহাম্মদ শামি। একাদশতম বিশ্বকাপে এই ভারতীয় পেসারের পারফর্মেন্স দেখে বিস্মিত হ্যাডলি। এ বিষয়ে সোমবার এক সাক্ষাতকারে তিনি বলেন, ‘সবচেয়ে নজরকাড়া পারফর্মেন্স।’ অস্ট্রেলিয়া সফরের ব্যর্থতাকে পেছনে ফেলে ভারতীয় বোলাররা যেভাবে ঘুরে দাঁড়িয়েছে তাতেও উচ্ছ্বসিত নিউজিল্যান্ডের সাবেক এ পেসার। এ বিষয়ে রিচার্ড হ্যাডলি বলেন, ‘ভারতীয় পেসারদের পারফর্মেন্সে আমি অভিভূত। অস্ট্রেলিয়া সফরের কয়েকমাস আগে ওরা মূলত লাইন-লেন্থের সমস্যায় ভুগছিল। ধারাবাহিকভাবেই ব্যর্থ হচ্ছিল। টুর্নামেন্টের শুরুতেও ভারতের বোলিং অত্যন্ত দুর্বল ছিল। সেখান থেকে সমস্যাটা ভারত খুঁজে বের করেছে। বিশেষ করে শামি অসাধারণ পারফর্মেন্স উপহার দিয়েছে। আর সেটাই দলকে আরও শক্তিশালী করে তুলেছে।’ তবে টুর্নামেন্টের সেরা বোলিং আক্রমণের বিচারে নিজের দেশ নিউজিল্যান্ডকেই সবচেয়ে ওপরে রাখছেন হেডলি। এ বিষয়ে তিনি বলেন, ‘প্রথম চার দলের হিসাবে সাউদি-বোল্ট-ভেট্টরিদের জন্য নিউজিল্যান্ডকে আগে রাখব। সাউদি-বোল্ট ১৩টি করে আর ভেট্টরি ১২টি উইকেট তুলে নিয়েছে। বাকি তিন দল অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও ভারত। স্টার্ক-জনসনের জন্য অস্ট্রেলিয়াকে দু’নম্বরে রাখব। মরকেলকে সঙ্গে নিয়ে দক্ষিণ আফ্রিকাকে দারুণভাবে টানছে ডেল স্টেইন। তবে নকআউটে পঞ্চম বোলারের অভাব ওদের ভোগাবে।’ হ্যাডলির বিশ্বাস, বর্তমান প্রজন্মে ক্রিকেট অনেক বদলে গিয়েছে। তবে ঠিকঠাকভাবে ইয়র্কার দিতে পারলে এখনও ব্যাটসম্যানকে আটকে দেয়া সম্ভব বলেই জানালেন হ্যাডলি।
×