ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভারতের জন্য বাংলাদেশ কঠিন প্রতিপক্ষ ॥ সৌরভ

প্রকাশিত: ০৫:৪১, ১১ মার্চ ২০১৫

ভারতের জন্য বাংলাদেশ কঠিন প্রতিপক্ষ ॥ সৌরভ

স্পোর্টস রিপোর্টার ॥ দুর্দান্ত এক জয়ে পুরো বিশ্বকেই কাঁপিয়ে দিয়েছে বাংলাদেশ দল। সোমবার এ্যাডিলেডে ইংল্যান্ডকে ১৫ রানে হারিয়ে দেয়ার কারণে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিশ্চিত হয়েছে তাদের। আর বাংলাদেশ উঠে গেছে কোয়ার্টার ফাইনালে। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে চলমান একাদশ বিশ্বকাপের অন্যতম আলোচিত জয় এখন টাইগারদের। বিশ্বব্যাপী সাবেক ক্রিকেটাররা, ক্রিকেট বিশ্লেষকরা এখন বাংলাদেশ দলের বন্দনায় মুখর। ক্রিকেটবোদ্ধারাও বলছেন, বিশ্বের যে কোন প্রতিপক্ষকে হারিয়ে দিতে সক্ষম বাংলাদেশ। শেষ আটে বাংলাদেশের প্রতিপক্ষ হওয়ার জোরালো সম্ভাবনা গত আসরের চ্যাম্পিয়ন ভারতের। আর সেটাকে মহেন্দ্র সিং ধোনির দলের জন্য কঠিন পরীক্ষা হবে বলে মনে করছেন দেশটির সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচেই নিজেদের শক্তিমত্তার প্রমাণ প্রবল গর্জন দিয়ে বিশ্বকে জানিয়ে দিয়েছে বাংলাদেশ এমন দাবি সৌরভের। হারলেই গ্রুপ পর্ব থেকে বিদায় এমন কোণঠাসা এক পরিস্থিতিতে বাংলাদেশের মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড। কাগজ-কলমের হিসাবে অনেকটাই দুর্বলতর দল হলেও বাংলাদেশের বিরুদ্ধে তাই ছিল স্নায়ুচাপ। এমন এক ম্যাচে শেষ পর্যন্ত ইংলিশরাই পরাস্ত হয়েছে। বাংলাদেশের পক্ষে বিশ্বকাপে প্রথম শতকের মালিক হয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। দুর্দান্ত ব্যাটিং করেছেন মুশফিকুর রহীমও। এ দু’জনের ভূয়সী প্রশংসা করে সৌরভ বলেন, ‘মাহমুদুল্লাহ বাংলাদেশ দলের অন্যতম সেরা খেলোয়াড়। তাছাড়া আমি দেখছি গত কয়েক বছর ধরেই মুশফিক ধারাবাহিকভাবে ভাল নৈপুণ্য দেখিয়ে যাচ্ছেন। মুশফিক এবং মাহমুদুল্লাহ বাংলাদেশের জন্য বড় সম্পদ।’ বাংলাদেশ দলের পেস বোলিং বিভাগ নিয়েও প্রশংসা ঝরেছে সৌরভের কণ্ঠে। তিনি মাশরাফি বিন মর্তুজা, রুবেল হোসেন ও তাসকিন আহমেদের বোলিংয়ে মুগ্ধতা প্রকাশ করে বলেন, ‘মাশরাফি, রুবেল ও তাসকিনরা বিশ্বমানের বোলার। এ বিশ্বকাপে দারুণ গতি নিয়ে তাঁরা বোলিং করছেন।’ কোয়ার্টার নিশ্চিত করা বাংলাদেশ প্রতিপক্ষ হিসেবে পেতে পারে ‘বি’ গ্রুপ শীর্ষস্থান নিশ্চিত করা ভারতকে। বাংলাদেশ দল এখন পর্যন্ত যেভাবে খেলেছে সেজন্য ভারতের জন্য কঠিন এক পরীক্ষা হবে শেষ আটের লড়াইটা। এমনটাই মনে করছেন সৌরভ। তিনি বলেন, ‘যদি ভারত কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের মুখোমুখি হয় সেক্ষেত্রে কঠিন পরীক্ষা হবে সেটা। ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে বাংলাদেশ তাদের শক্তির গর্জনটা বিশ্বকে শুনিয়েছে। এখন তারা আক্রমণাত্মক একটি দলে পরিণত হয়েছে। বর্তমান কোচিং স্টাফদের অধীনে বিশেষ করে বোলিং কোচ হিথ স্ট্রিকের তত্ত্বাবধানে তাঁরা হয়ে উঠেছেন দুরন্ত।’
×