ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

গণসচেতনতা বৃদ্ধিতে গ্লকোমা সপ্তাহ পালন শুরু

প্রকাশিত: ০৫:৩৬, ১১ মার্চ ২০১৫

গণসচেতনতা বৃদ্ধিতে গ্লকোমা সপ্তাহ পালন শুরু

গণসচেতনতা বৃদ্ধি করতে গ্লকোমা সপ্তাহ পালন শুরু করেছে বাংলাদেশ গ্লকোমা সোসাইটি। এ লক্ষ্যে সপ্তাহজুড়ে কয়েকটি নির্দিষ্ট স্থানে বিনামূল্যে গ্লকোমা নির্ণয় করা হবে। গ্লকোমা সোসাইটির অফিসে (হারুন আই ফাউন্ডেশন হাসপাতাল, রোড নং-৫, বাড়ি নং-১২/এ, ধানমন্ডি, ঢাকায়, ১৪ মার্চ সকাল সাড়ে আটটা থেকে বেলা ১১টা পর্যন্ত এবং ১২ মার্চ বাংলাদেশ আই হাসপাতালে সকাল থেকে গ্লকোমা নির্ণয়ের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া বগুড়া, রাজশাহী, যশোর ও চট্টগ্রামে বিভিন্ন চিকিৎসা প্রতিষ্ঠান ও চক্ষু হাসপাতালে এই চিকিৎসা দেয়া হবে। -বিজ্ঞপ্তি কবি কামরুজ্জামানের জন্মদিন আজ প্রেম, প্রকৃতি, যৌবন ও প্রার্থনার কবি কামরুজ্জামানের ৪৯তম জন্মদিন আজ ১১ মার্চ। দুই দশকের অধিক সময় ধরে কামরুজ্জামান নিয়মিত কবিতা চর্চা করে আসছেন। তার নির্বাচিত কবিতা, সিলেকটেড পয়েমসসহ প্রকাশিত বইয়ের সংখ্যা এগারোটি। বিশটির অধিক ভাষায় তার কবিতা অনুদিত হয়েছে। আন্তর্জাতিক কবিতার সংগঠন ওয়ার্ল্ড পয়েট্রি মুভমেন্টের (ডব্লিউপিএম) সদস্য তিনি। কবির জন্মদিন উপলক্ষে ১৫ নিউ বেইলি রোড চতুর্থতলায় বৈচিত্র সভাকক্ষে বিকেল ৫টায় এক কবিআড্ডা ও মিলনমেলার আয়োজন করা হয়েছে। -বিজ্ঞপ্তি
×