ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

কবি নুর কামরুন নাহারের জন্মদিন আজ

প্রকাশিত: ০৭:০৩, ১০ মার্চ ২০১৫

কবি নুর কামরুন নাহারের জন্মদিন আজ

সংস্কৃতি ডেস্ক ॥ কবি নূর কামরুন নাহারের জন্মদিন আজ। গত দেড় দশক ধরে তিনি সাহিত্য চর্চা করে আসছেন। সাহিত্য চর্চার পাশাপাশি জেন্ডার ইস্যু, নারী ক্ষমতায়ন, নারী উন্নয়ন ও প্রাসঙ্গিক বিষয়ে বিভিন্ন জাতীয় দৈনিকে ফিচার ও প্রবন্ধ ও কলাম লিখে থাকেন। ২০০৫ সালে তাঁর প্রথম উপন্যাস গ্রন্থ ‘জলরঙে আঁকা’ প্রকাশিত হয়। কবিতার বই ‘তোমার ভাগ চাই’, ‘একা’ আলো’ ও বিকেলের চিল উপন্যাসগ্রন্থ এবং ‘গল্পগুচ্ছ’ ‘শিস দেয়া রাত’, ‘মৃত্যু ও একটি সকাল’, ‘বৃক্ষ ও প্রেমিকের গল্প’ গল্পগ্রন্থগুলো এবং ‘নারী ক্ষমতায়ন স্বপ্ন ও বাস্তবতা’ নামে তার কলাম গ্রন্থ ইতোমধ্যেই পাঠক সমাজের দৃষ্টি আর্কষণ করেছে। পেশাগত জীবনে তিনি ডিপিডিসির ম্যানেজার (পিআর ) পদে কর্মরত। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিতা ও দুই পুত্র সন্তানের জননী।
×