ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সেন্সরে যাচ্ছে চলচ্চিত্র ‘দ্য স্টোরি অব সামারা’

প্রকাশিত: ০৫:৫০, ৯ মার্চ ২০১৫

সেন্সরে যাচ্ছে চলচ্চিত্র  ‘দ্য স্টোরি অব সামারা’

স্টাফ রিপোর্টার ॥ রিকিয়া মাসুদো পরিচালিত ‘দ্য স্টোরি অব সামারা’ চলচ্চিত্রটির শূটিং শেষ হয়েছিল তিন মাস আগে। সম্প্রতি চলচ্চিত্রটির এডিটিং, ব্যাকগ্রাউন্ড মিউজিকসহ অন্যান্য কাজও শেষ হয়েছে। এবার দ্রুতই সেন্সরে যাচ্ছে। ভারটেক্স প্রডাকশন প্রযোজিত এই হরর মুভিটি আগামী মে মাসে মুক্তি দেয়ার পরিকল্পনা করছে। প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, শওকত আলী ইমন সম্প্রতি ‘দ্য স্টোরি অব সামারা’র ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ শেষ করেছেন। আগামী সপ্তাহেই ছাড়পত্রের জন্য চলচ্চিত্রটি সেন্সরে জমা দেয়া হবে। চলচ্চিত্রের মিউজিক ডিরেক্টর হিসেবে কাজ করেছেন আলাউদ্দিন হক, ইমরান প্রমুখ। গান গেয়েছেন সামিনা চৌধুরী, এস আই টুটুল, ইমরান, পড়শী প্রমুখ। দেশের ইতিহাসে হরর ও সায়েন্স ফিকশন ধরনের ‘দ্য স্টোরি অব সামারা’ প্রথম প্রদর্শন হবে। চলচ্চিত্রের প্রধান চরিত্রে অভিনয় করেছেন সাঞ্জু ও সিবা। অন্য চরিত্রে অভিনয় করেছেন এটিএম শামসুজ্জামান, চিত্রলেখা গুহ, ডন, কাবিলা, পিয়া প্রমুখ। দুটো ভিন্ন গ্রহ ও তার বাসিন্দাদের নিয়ে চলচ্চিত্রের গল্প আবর্ততি হয়েছে। যেখানে ভিন্ন গ্রহ থেকে আসা অশুভ শক্তির মুখে পড়ে মানব সভ্যতা। তার হাত থেকে বাঁচতে পৃথিবীর পাঁচ তরুণ মিলিত হয় তাদের পঞ্চশক্তি নিয়ে। মোকাবেলা করে অশুভ শক্তিকে।
×