ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাংলাদেশ ও বিশ্ব পরিচয়

জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি

প্রকাশিত: ০৭:১০, ৮ মার্চ ২০১৫

জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি

(পূর্ব প্রকাশের পর) প্রিয় শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আশা করি ভাল আছ। আজ আমরা বিজ্ঞানের গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নোত্তর, শূন্যস্থান ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। বহুনির্বাচনী প্রশ্ন : সঠিক উত্তরটি তোমরা খাতায় লিখ : ২৪. পানি পান করার আগে কী করে নিতে হবে? ক) শোধন খ) ছেঁকে নিতে গ) ঠা-া কওে ঘ) ওষুধ মিলাতে ২৫. পানির প্রধান উৎস কী? ক) পুকুর খ) নদী-নালা গ) খাল-বিল ঘ) সমুদ্র ২৬. টাইফয়েড কোন ধরনের রোগ? ক) ছোঁয়াচে রোগ খ) পানিবাহিত গ) বায়ুবাহিত ঘ) বিষাক্ত ২৭. নলকূপের পানিতে কোন বিষাক্ত পদার্থ পাওয়া গিয়েছে? ক) পারদ খ) কার্বন গ) সিলিকন ঘ) আর্সেনিক ২৮. মানুষের জীবনের জন্য কোনটি আবশ্যক? ক) বাড়ি খ) গাড়ি গ) গহনা ঘ) পানি ২৯. আজকাল শহরের অনেক বাড়িতে পানি শোধনের জন্য কোন যন্ত্র ব্যবহার করছে? ক) ফিল্টার খ) ডায়নামে গ) হাইড্রোলিক ঘ) জেনারেটর ৩০. নিচের কোনটির কারণে পানি দূষিত হয়? ক) গরু-মহিষ গোসল করালে খ) পানিতে ফিটকিরি ফেললে গ) সূর্যের তাপ পড়লে ঘ) চুন ফেললে উত্তর : ১. আর্সেনিক দ্বারা দূষণ ২. পানি ৩. জলীয় বাষ্প ৪. লাল ৫. পানি ৬. পানি ৭. জলীয় বাষ্পে ৮. নদী ৯. বরফ ১০. গ্রীষ্ম ঋতু ১১. নলকূপের ১২. পরীক্ষা করে ১৩. লাল ১৪. লাল ১৫. বিষাক্ত ১৬. হাত-পায়ের চামড়ার ঘা হয় ১৭. আর্সেনিক দ্বারা দূষণ ১৮. ডায়রিয়া ১৯. ফুটাতে হবে ২০. পানিবাহিত ২১. ২০ মিনিট ২১. হ্যালোজেন ট্যাবলেট ২৩. ফুটাতে হবে ২৪. শোধন করে ২৫. সমুদ্র ২৬. পানিবাহিত ২৭. আর্সেনিক ২৮. পানি ২৯. ফিল্টার ৩০. গরু-মহিষ গোসল করালে। শূন্যস্থান পূরণ কর : ১. আমাদের বেঁচে থাকার জন্য ----অবশ্য প্রয়োজনীয়। ২. সূর্যের তাপে পানি --- পরিণত হয়। ৩. মেঘ আসলে ছোট ছোট --- মিলে তৈরি হয়। ৪. পানি থেকে জীবাণু মেরে ফেলতে চাইলে পানিকে ---- হবে। ৫. উদ্ভিদ মাটি থেকে ---- ও পুষ্টি উপাদান শোষণ করে। ৬. বৃষ্টির পানি গড়িয়ে গড়িয়ে --- সাথে মেশে। ৭. সূর্যতাপ পুকুর, খাল, নদী ও ---পানিকে ---- পরিণত করে। ৮. মেঘের পানিকণাগুলো খুব বেশি ঠা-া হয়ে গেলে তা ---- পরিণত হয়। ৯. পৃথিবীতে পানি তার এক উৎস থেকে উৎসে --- ঘোরে ১০. ---- কারণে জলীয়বাষ্প মেঘরূপে উড়ে গিয়ে পর্বতের চূড়ায় পৌঁছায়। ১১. নদীর পানি সবশেষে --- গিয়ে মেশে ১২. পানির চক্রাকারে ঘুরে ঘুরে আসাকে --- বলে। ১৩. পানিতে --- কোনকিছু মিশে থাকলে সে পানিকে দূষিত পানি বলে। ১৪. --- পানি সাধারণ নিরাপদ। ১৫. খাদ্য গ্রহণের পর ---- খাদ্যকে তার উপাদানে ভেঙে ফেলতে সাহায্যে করে। ১৬. --- পানি পান করলে হাত পায়ের চামড়ার ঘা হতে পারে। ১৭. শরীরের সঠিক তাপমাত্রা বজায় রাখতে --- দরকার। ১৮. জলীয় বাষ্প থেকে বৃষ্টি ও .... তৈরি হয়। ১৯. বায়ুতে সবসময় কিছু পরিমাণ ---থাকে। ২০. আর্সেনিকযুক্ত নলকূপকে --- রং দিয়ে চিহ্নিত করা হয়। ২১. মার্টির নিচে ---- খনিজ থাকে। ২২. --- মানুষের জীবনের জন্য আবশ্যক। ২৩. পানিকে পান বা ব্যবহার করার পূর্বে ---- করে নিতে হয়। ২৪. পানিকে পুরোপুরি --- করতে হলে পানিকে --- হবে। ২৫. পানির সব জীবাণু মারার জন্য ফুটতে শুরু করার পর আরও --- তাপ দিতে হবে। ২৬. জলোচ্ছ্বাসের সময় পানিকে জীবাণুমুক্ত করার জন্য .... ট্যাবলেট ব্যবহার করা হয়।
×