ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

দুই জয়ে শেষ আটের স্বপ্ন ইংল্যান্ডের

প্রকাশিত: ০৫:৩৯, ৭ মার্চ ২০১৫

দুই জয়ে শেষ আটের স্বপ্ন ইংল্যান্ডের

জাহিদুল আলম জয় ॥ শঙ্কার দোলাচলে থাকলেও কোয়ার্টার ফাইনালে খেলার স্বপ্নে বিভোর ইংল্যান্ড। লক্ষ্যপূরণে ক্রিকেটের জনকদের শুধু নিজেদের বাকি দু’টি ম্যাচে জিতলেই চলবে না, প্রার্থনা করতে হবে বাংলাদেশ যেন তাদের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের কাছেও হার মানে। বাংলাদেশ তাদের বাকি দু’টি ম্যাচ থেকে একটিতে জয় পেলেই ইংলিশদের সব স্বপ্ন শেষ হয়ে যাবে। বিদায় নিতে হবে গ্রুপ পর্ব থেকেই। কঠিন এই সমীকরণের সামনে থেকেও শেষ আটে খেলতে আশাবাদী ইংল্যান্ডের উইকেটরক্ষক জস বাটলার। দলের সহঅধিনায়ক শুক্রবার এ্যাডিলেডে এক সাক্ষাতকারে দৃঢ়প্রত্যয়ের সঙ্গে বলেছেন, সব বাধা পেরিয়ে কোয়ার্টার ফাইনালে খেলবে ইংল্যান্ড। বর্তমানে পুল ‘এ’ থেকে চার ম্যাচের সবটিই জিতে ৮ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে থেকে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে যৌথ আয়োজকের এক দেশ নিউজিল্যান্ড। চার ম্যাচে তিন জয়ে ৬ পয়েন্ট নিয়ে শ্রীলঙ্কা দ্বিতীয় স্থানে থেকে শেষ আটে এক পা দিয়ে রেখেছে। চার ম্যাচে সমান ৫ পয়েন্ট করে নিয়ে রানরেটে অস্ট্রেলিয়া তৃতীয় ও বাংলাদেশ চতুর্থ স্থানে। চার ম্যাচে মাত্র এক জয় ও তিন হারে ২ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে ইংল্যান্ড। এর পরের অবস্থান আফগানিস্তান ও স্কটল্যান্ডের। এই পুলের সাত দলের মধ্যে স্কটল্যান্ড ও আফগানিস্তানের বাদ পড়া প্রায় নিশ্চিত। সাত দলের মধ্যে চার দল শেষ আটের টিকেট পাবে। নিউজিল্যান্ডের পর শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ারও নকআউট পর্ব অনেকটা নিশ্চিত। বাকি একটি স্থানের জন্য প্রাণপণ লড়াইয়ে বাংলাদেশ ও ইংল্যান্ড। সুবিধাজনক অবস্থায় থাকা লাল-সবুজের দেশ বাকি দুই ম্যাচের একটিতে জিতলেই বেদনায় ভারাক্রান্ত হতে হবে ইংল্যান্ডকে। সেক্ষেত্রে ইয়ন মরগানের দল পরবর্তী দুই ম্যাচে জিতলেও লাভ হবে না। এক্ষেত্রে বাংলাদেশ ও ইংল্যান্ডের মধ্যকার আগামী সোমবারের ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূূর্ণ। ম্যাচে যদি ইংলিশরা জিতেও থাকে তাহলেও তাদের বাংলাদেশ ও নিজেদের শেষ ম্যাচের দিকে চেয়ে থাকতে হবে। এমন বাঁচামরার সমীকরণ সামনে রেখেও অত্যন্ত আশাবাদী বাটলার। ইংল্যান্ডের উইকেটরক্ষক এই ব্যাটসম্যান বলেন, আমরা আশাবাদী আমাদের লক্ষ্যপূরণে। এখনও সামর্থ্য অনুযায়ী খেলতে পারিনি আমরা। ইংলিশ সহঅধিনায়ক আরও বলেন, আমরা মোটেও ভাল খেলতে পারিনি। কিন্তু পরবর্তী দ্ইু ম্যাচে যদি আমাদের সেরাটা দিতে দিতে পারি তাহলে মনে হয় আমাদের লক্ষ্য পূরণ হবে। প্রতিশ্রুতিশীল উইকেটরক্ষক বাটলার বলেন, চাপ থাকবে তবে দুই ম্যাচের দু’টিতেই বড় ব্যবধানে জয়ের সামর্থ্য আছে আমাদের। আশা করি, আমরা আমাদের সেরা খেলাটাই খেলতে পারব। এর পর তিনি বলেন, হিসাবটা সহজ। আমরা যদি সেরাটা খেলতে পারি তাহলে কোয়ার্টার ফাইনালে খেলতে বাধা থাকবে না। তবে বাটলারের এই আশায় গুড়েবালি হবে যদি বাংলাদেশের কাছে নিউজিল্যান্ড হেরে বসে। তখন ইংলিশরা টাইগারদের হারালেও পস্তাতে হবে। তরুণ ক্রিকেটার এ্যালেক্স হালেসের ভূয়সী প্রশংসা করেন ইংল্যান্ড উইকেটরক্ষক। অস্ট্রেলিয়ার ঘরোয়া টি২০ ক্রিকেট বিগ ব্যাশে দুর্দান্ত পারফর্মেন্স প্রদর্শন করে সবার নজর কেড়েছেন তরুণ এই হার্ডহিটার ব্যাটসম্যান। বাটলার আশা করছেন, তাকে পরবর্তী ম্যাচগুলোতে সুযোগ দেয়া হবে। এ্যালেক্সের প্রশংসা করে তিনি বলেন, সে দারুণ কার্যকরী ও অসাধারণ একজন ক্রিকেটার। ইংল্যান্ডের ভবিষ্যত তারকা সে। আমার ধারণা তাকে সুযোগ দিলে সে তার সামর্থ্য প্রমাণ করবে।
×