ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সিউলে মার্কিন রাষ্ট্রদূতকে ছুরিকাঘাত ॥ উত্তর কোরিয়ার সম্পর্ক খতিয়ে দেখা হ

প্রকাশিত: ০৫:০৩, ৭ মার্চ ২০১৫

সিউলে মার্কিন রাষ্ট্রদূতকে ছুরিকাঘাত ॥ উত্তর  কোরিয়ার সম্পর্ক  খতিয়ে দেখা হ

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে মার্কিন রাষ্ট্রদূতকে ছুরি নিয়ে আক্রমণকারীর সঙ্গে উত্তর কোরিয়ার সম্পর্ক আছে কি-না সেটি খতিয়ে দেখা হচ্ছে। দক্ষিণ কোরিয়ার পুলিশ শুক্রবার এ কথা বলেছে। খবর এএফপির। দক্ষিণ কোরিয়ায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্ক লিপার্টকে ছুরিকাহত করার দায়ে কিম কি জংয়ের (৫৫) বিরুদ্ধে হত্যা মামলা হতে পারে। বৃহস্পতিবার একটি ধারালো ছুরি দিয়ে তিনি মার্কিন দূতের মুখে এমন আঘাত করেন। সে কারণে তাকে ৮০টি সেলাই নিতে হয়েছে। কিম কি একাই এই আক্রমণ করেন। উগ্র জাতীয়তাবাদী ভাবধারা প্রভাবিত কিম কি মনে করেন, কোরিয়া উপদ্বীপে পুনরেকত্রীকরণ প্রক্রিয়ার প্রতি যুক্তরাষ্ট্র একটি বাধা। তার অতীত কর্মকা- ঘেঁটে দেখা গেছে যে, তিনি ২০০৬-০৭ সালে ছয়বারের বেশি উত্তর কোরিয়া ভ্রমণ করেছেন। ২০১১ সালের শেষের দিকে উত্তর কোরিয়ার নেতা কিম জং ইল মারা যাওয়ার পর কিম কি সিউলে তার স্মরণে একটি স্মৃতিস্তম্ভ বানাতে চেয়েছিলেন। দক্ষিণ কোরিয়ার পুলিশের একজন শীর্ষ কর্মকর্তা বলেছেন, আক্রমণকারীর সঙ্গে উত্তর কোরিয়ার সংশ্লিষ্টতার এখনও তেমন প্রমাণ পাওয়া যায়নি। তবে তিনি (আক্রমণকারী) জাতীয় নিরাপত্তা আইন লঙ্ঘন করেছেন। এই আইনে দোষী সাব্যস্ত হলে তার ৭ বছর পর্যন্ত কারাদ- হতে পারে।
×