ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

গেইলদের মোকাবেলায় প্রস্তুত আশ্বিন

প্রকাশিত: ০৫:৩৭, ৬ মার্চ ২০১৫

গেইলদের মোকাবেলায় প্রস্তুত আশ্বিন

স্পোর্টস রিপোর্টার ॥ পার্থে আজ ভারতের মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ। একাদশতম বিশ্বকাপের প্রথম তিন ম্যাচ খেলে তার সবটিতেই জিতেছে ভারত। ৬ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষস্থানটাও দখলে রেখেছে বর্তমান চ্যাম্পিয়নরা। অন্যদিকে প্রথম চার ম্যাচে ক্যারিবীয়দের জয় দুটিতে। যে কারণে ভারতের বিপক্ষে জিতে কোয়ার্টার ফাইনালে যেতে মরিয়া বিশ্বকাপের প্রথম দুই আসরের চ্যাম্পিয়নরা। এই দলেরই ভয়ঙ্কর ব্যাটসম্যান ক্রিস গেইল। ইতোমধ্যেই নিজের জাত ছিনিয়েছেন তিনি। জিম্বাবুয়ের বিপক্ষে ২১৫ রানের বিধ্বংসী ইনিংস উপহার দেন ক্রিস গেইল। তবে গেইল-সামিদের মোকাবেলা করতে প্রস্তুত ভারতীয় বোলাররাও। এ বিষয়ে অফ-স্পিনার রবিচন্দ্রন আশ্বিন বলেন, ‘শুধু গেইল নয়, বিশ্ব ক্রিকেটের অন্য সব ক্রিকেটারও চান বোলারদের বিপক্ষে জ্বলে উঠতে। তবে যে কোন ব্যাটসম্যানেরই উইকেট নেয়ার সামর্থ্য নিয়েই খেলতে নামব আমি। মাঠে আমার সেরাটা ঢেলে দিতেই চেষ্টা করব। এটা হোক ক্রিস গেইল কিংবা এবি ডি ভিলিয়ার্স।’ এবারের বিশ্বকাপে ২৮ ওভার বল করেছেন আশ্বিন। সেরা বোলারদের তালিকায় ষষ্ঠ। চার ম্যাচে ১৩ উইকেট নিয়ে এই তালিকার শীর্ষে আছেন নিউজিল্যান্ডের টিম সাউদি। তবে নিজের পারফর্মেন্সে সন্তুষ্ট আশ্বিন। এ বিষয়ে ২৮ বছর বয়সী এই ক্রিকেটার বলেন, ‘আমি সন্তুষ্ট। আসলে ভাল পারফর্মেন্স আপনাকে সবসময়ই আত্মবিশ্বাস যোগাবে।’ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচে কোন পরিকল্পনা আছে কিনা এ বিষয়ে প্রশ্ন করা হলে আশ্বিন বলেন, ‘আমাদের সুনির্দিষ্ট কোন পরিকল্পনা নেই। আমি মনে করি এটাই স্বাভাবিক। অন্য বড় দলগুলোর বিপক্ষে আমাদের প্রস্তুতি যেমন ঠিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচেও তার ব্যতিক্রম না। এই ম্যাচ নিয়ে আমরা খুবই আত্মবিশ্বাসী।’ এদিকে প্রথম তিন ম্যাচ জিতলেও ধোনি-কোহলিদের সতর্ক করে দিয়েছেন সুনীল গাভাস্কার। বলে দিয়েছেন কোনভাবেই ক্যারিবীয়দের হাল্কাভাবে নেয়া যাবে না, ‘এই ম্যাচ ভারত কিছুতেই হাল্কাভাবে নিতে পারবে না। শুধু জিতলেই হবে না, বড় ব্যবধানে জিততে হবে। কেননা ভারতের শেষ দুটো ম্যাচ নিউজিল্যান্ডে। ফলে বৃষ্টির জন্য যে কোন সময় খেলা বন্ধ হয়ে যেতে পারে।? আয়ারল্যান্ড বা জিম্বাবুইয়ের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করতে হলেই সমস্যা। প্রতিটি ম্যাচ আলাদা আলাদা করে খেলুক
×