ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

হরতাল অবরোধ ও নাশকতার বিরুদ্ধে সমাবেশ

প্রকাশিত: ০৪:২৯, ৬ মার্চ ২০১৫

হরতাল অবরোধ ও নাশকতার বিরুদ্ধে সমাবেশ

জনকণ্ঠ ডেস্ক ॥ বিএনপি-জামায়াত ২০ দলীয় জোটের হরতাল অবরোধ, সন্ত্রাস ও নাশকতার বিরুদ্ধে বৃহস্পতিবার চট্টগ্রাম ও টাঙ্গাইলে সমাবেশ করেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন। এছাড়া মৌলভীবাজারে নাশকতা রোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতার চট্টগ্রাম ॥ ২০ দলীয় জোটের অব্যাহত অবরোধ ও হরতালের নামে নাশকতা সৃষ্টির বিরুদ্ধে বৃহস্পতিবার মহানগর আওয়ামী লীগ সমাবেশ করেছে। নগরীর দারুল ফজল মার্কেট চত্বরে সমাবেশে আওয়ামী লীগ নেতৃবৃন্দ বলেন, আদালত আইনের আবাসস্থল। কোন শর্ত দিয়ে আদালতে যাওয়া যায় না। খালেদা জিয়া তার রাজনৈতিক কার্যালয় থেকে নিজের বাসস্থানে ফিরবেন-এটাই জনগণ প্রত্যাশা করে। বক্তারা বলেন, মহানগর আওয়ামী লীগ খালেদা জিয়ার অযৌক্তিক হরতাল-অবরোধ, নৈরাজ্যের প্রতিবাদে জনগণকে নিয়ে রাজপথে সক্রিয় রয়েছে। সমাবেশে বক্তব্য রাখেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন, কোতোয়ালি থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবুল মনসুর, মুক্তিযোদ্ধা সম্পাদক দেবাশীষ গুহ বুলবুল, কার্যনির্বাহী সদস্য গৌরাঙ্গ চন্দ্র ঘোষ, কেন্দ্রীয় আওয়ামী লীগের সহ-সম্পাদক দিদারুল আলম, ওয়ার্ড আওয়ামী লীগের আলহাজ শের মোহাম্মদ, এস কে পাল, আবদুর রহমান, স্বেচ্ছাসেবক লীগের জামাল আহমেদ দুলাল প্রমুখ। মৌলভীবাজার ॥ মৌলভীবাজারে বিজিবির উদ্যোগে নাশকতা রোধে ও নাশকতায় আক্রান্তদের করণীয় বিষয়ে সুধীজনদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে মত বিনিময় সভা। বৃহস্পতিবার দুপুরে বিজিবি শ্রীমঙ্গল সেক্টরের অধিন বিজিবি ৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোঃ নাসিরের সভাপতিত্বে এ সভায় বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রনধীর কুমার দেব, উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ সাইদুল হক, মেজর সাহেদ মেহের, আওয়ামী লীগ নেতা অর্ধেন্দু দেব ও পরিবহন শ্রমিক নেতা মোঃ ময়না মিয়া। টাঙ্গাইল ॥ সকালে জেলা আওয়ামী লীগ কার্যালয় হতে মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে আওয়ামী লীগ ও অন্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। মিছিল শেষে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম, আওয়ামী লীগ জার্মান শাখার যুগ্ম সম্পাদক তানভীর হাসান ছোট মনি, সিরাজুল হক আলমগীর, সরদার আজাদ, সাইফুজ্জামান সোহেল, শরীফ হাজারী প্রমুখ।
×