ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নবম শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৬:৪৭, ৫ মার্চ ২০১৫

নবম শ্রেণির পড়াশোনা

বিষয়: বাংলা পূর্ব প্রকাশের পর নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর ৪১. Industry is the root success এর সঠিক অনুবাদ কোনটি ক) পরিশ্রম উন্নতির মূল খ) উন্নতির মূলেই রয়েছে পরিশ্রম গ) পরিশ্রমী ব্যক্তির উন্নতি সম্ভব ঘ) পরিশ্রম ছাড়া উন্নতি হয় না ৪২. অনুবাদ কোন্ প্রকার হবে তা কিসের উপর নির্ভর করে? ক) ভাবের ওপর খ) বিন্যাসের ওপর গ) বিষয়ের ওপর ঘ) লেখনীর ওপর ৪৩. He is out of luck.-এর সঠিক অনুবাদ কোনটি? ক) সে ভাগ্যের বাইরে খ) তার পোড়া কপাল গ) সে ভাগ্য হারিয়েছে ঘ) সে ভাগ্য নষ্ট করেছে ৪৪. ঃযব ষড়াব ড়ভ সড়ঃযবৎ রং হবাবৎ বীযধঁংঃবফ-এর অর্থ কোনটি ক) মাতৃস্নেহ সমীহীন খ) মাতৃস্নেহের ভা-ার অফুরন্ত গ) মাতৃস্নেহ কখনো নিঃশেষিত হয় না ঘ) মাতৃস্নেহ চিরন্তন ও অফুরন্ত ৪৫. অনুবাদের ক্ষেত্রে মূল বাক্য অতি দীর্ঘ হলে কী করতে হবে? ক) বাক্য দীর্ঘই রাখতে হবেখ) কেবল দু’টি বাক্য করতে হবে গ) বাক্য সংক্ষিপ্ত করে নিতে হবে ঘ) ভেঙে ছোট ছোট বাক্য করতে হবে ৪৬. বৈষয়িক ব্যাপারে সরকারি পৃষ্ঠপোষকতায় আইনানুসারে লিখিত পত্রকে কী বলে? ক) দলিলপত্র খ) স্মারকপত্র গ) যোগাযোগপত্র ঘ) মানপত্র ৪৭. পত্র প্রধানত কয় প্রকার? ক) তিন প্রকার খ) চার প্রকার গ) দুই প্রকার ঘ) পাঁচ প্রকার ৪৮. সাক্ষীর স্বাক্ষর থাকা প্রয়োজন কোন ধরনের পত্রে? ক) মানপত্রে খ) চুক্তিপত্রে গ) স্মারকলিপিতে ঘ) নিমন্ত্রণপত্রে ৪৯. প্রবাসী বন্ধুকে লেখা পত্রের ঠিকানা কোন ভাষায় লিখতে হবে? ক) ইংরেজী ভাষায় খ) বাংলা ভাষায় গ) অবস্থানকারী দেশের ভাষায় ঘ) বিদেশী ভাষায় ৫০. সুলিখিত পত্র অনেক সময় কোন মর্যাদা লাভ করে? ক) আভিধানিক খ) সামাজিক গ) সাহিত্যিক ঘ) ঐতিহাসিক উত্তর:৪১.ক ৪২.ক ৪৩.খ ৪৪.গ ৪৫.ঘ ৪৬.ক ৪৭.গ ৪৮.খ ৪৯.ক ৫০.গ
×