ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

২০ মার্চ শুরু হচ্ছে টেক সামিট

প্রকাশিত: ০৬:২৭, ৫ মার্চ ২০১৫

২০ মার্চ শুরু হচ্ছে টেক সামিট

অর্থনৈতিক রিপোর্টার ॥ আগামী ২০ মার্চ শুরু হচ্ছে টেক সামিট-২০১৫। তথ্যপ্রযুক্তি বিষয়ক দুই দিনব্যাপী এ সামিটের যৌথভাবে আয়োজন করছে ইনফোকম ও সিটিও ফোরাম। বুধবার দুপুরে রাজধানীর ধানমণ্ডির একটি ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান সিটিও ফোরাম বাংলাদেশের প্রেসিডেন্ট তপন কান্তি সরকার। তিনি বলেন, সিটিও ফোরাম দেশের তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে গত দুই বছর ধরে ভারতের অন্যতম প্রযুক্তি প্রতিষ্ঠান ইনফোকমের সঙ্গে কাজ করছে। তাদের সহযোগিতায় বাংলাদেশে সভা, সেমিনার, সম্মেলনসহ বিভিন্ন বিষয়ে কাজ করছে সিটিও ফোরাম। এরই ধারাবাহিকতায় আগামী ২০-২১ মার্চ দুই দিনব্যাপী রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে টেক সামিট-২০১৫ আয়োজন করা হচ্ছে। তিনি বলেন, প্রযুক্তিপণ্য, সেবা, সমস্যা ও সম্ভাবনা নিয়ে সামিটে মতবিনিময় হবে। এতে মোট ৮টি সেমিনারের আয়োজন থাকবে। এছাড়া সামিটে ইনফোকম-সিটিও ফোরাম আইসিটি এক্সিলেন্স এ্যাওয়ার্ড-২০১৫ এর মাধ্যমে প্রথমবারের মতো এ্যাওয়ার্ড চালু করা হবে। এর মাধ্যমে ভারতের সাতজন, বাংলাদেশের পাঁচজন এবং নেপাল, ভুটান, শ্রীলঙ্কার একজন করে মোট ১৫ জন আইটি প্রফেশনাল এ্যাওয়ার্ড পাবেন।
×