ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

সরকারী হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে নেয়ার দায়ে ৪ জনের কারাদণ্ড

প্রকাশিত: ০৪:২০, ৫ মার্চ ২০১৫

সরকারী হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে নেয়ার দায়ে ৪ জনের কারাদণ্ড

নিজস্ব সংবাদদাতা, ভালুকা, ময়মনসিংহ, ৪ মার্চ ॥ ভালুকা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স থেকে দালালির মাধ্যমে রোগী ভাগিয়ে নিয়ে যাওয়ার অভিযোগে বুধবার দুপুরে হাসপাতাল কম্পাউন্ডে এক মহিলাসহ চার ব্যক্তিকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। জানা যায়, ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তরফদার সোহেল রহমান কারাদণ্ড প্রদান করেন। দণ্ড প্রাপ্তরা হলো- জাহানারা (৪২), আনোয়ারা (৪২), রোকেয়া (৩৫) ও মোস্তাফিজ (৫২)। নির্বাহী ম্যাজিস্ট্র্রেট তরফদার সোহেল রহমান জানান, এ সব ব্যক্তির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিভিন্ন ক্লিনিকের দালাল হয়ে সরকারী হাসপাতাল থেকে কৌশলে রোগী নিয়ে যাওয়ার অভিযোগ থাকায় তাদের এ দণ্ড দেয়া হয়েছে। ঝিনাইদহে হত্যা মামলার আসামিকে কুপিয়ে জখম নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ, ৪ মার্চ ॥ ঝিনাইদহে হত্যা মামলার আসামি কাজী তরিকুল ইসলাম ওরফে উক্তি (৩৫) নামে এক যুবকের দু’হাত কেটে প্রায় বিচ্ছিন্ন করে দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার দুপুর ১২টার দিকে শহরের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামের সামনে দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে তাকে উপর্যুপুরি কুপিয়ে ফেলে রেখে যায়। ঝিনাইদহ সদর থানার ওসি শাহাবুদ্দিন আজাদ জানান, তরিকুল ইসলাম ঝিনাইদহ শহরের কলাবাগান পাড়ার কাজী ওয়ালিউল ইসলামের ছেলে। শহরের কাঞ্চননগর পাড়ার সবুজ হত্যা মামলার ২নং আসামি। ওই মামলায় সে বেশ কিছুদিন জেলহাজতে ছিলেন। সম্প্রতি জামিনে মুক্তি পেয়েছেন। অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফল প্রকাশ জাতীয় বিশ্ববিদ্যালয় নিজস্ব সংবাদদাতা, গাজীপুর, ৪ মার্চ ॥ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১৩ সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফল বুধবার সন্ধ্যায় প্রকাশিত হয়েছে। এ পরীক্ষায় ৩০টি অনার্স বিষয়ে সারাদেশে ৪৭৩টি কলেজের ১৭৮টি কেন্দ্রে ১ লাখ ৫৭ হাজার ২২০ জন নিয়মিত পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ১ লাখ ৩৬ হাজার ২৫৪ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। পরীক্ষার ফল বুধবার সন্ধ্যা ৭টা থেকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট এবং থেকে এবং যে কোন মোবাইল গবংংধমব অপশনে গিয়ে nu H1 জড়ষষ ঘড় লিখে ১৬২২২ নম্বরে ঝবহফ করে ফল পাওয়া যাবে।
×