ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

স্কটল্যান্ডকে হারানো অসম্ভব কিছু নয়!

প্রকাশিত: ০৫:৫২, ২ মার্চ ২০১৫

স্কটল্যান্ডকে হারানো অসম্ভব কিছু নয়!

স্পোর্টস রিপোর্টার ॥ প্রতিপক্ষ যে দলই হোক, সমীহ করা উচিত। বড় দলগুলো সবসময়ই ছোট দলগুলোর বিপক্ষে খেলা হলে সমীহ করেই কথা বলে। খুব কম সময় দেখা যায় বড় দলগুলোর ক্রিকেটারদের কণ্ঠে তাচ্ছিল্যের ভাষা বের হয়। বাংলাদেশের সামনে স্কটল্যান্ডও ছোট দলই। দুর্বল দলও। এ দলটিকে যেন পাত্তাই দিচ্ছে না বাংলাদেশ। তাই তো দলের অলরাউন্ডার সাব্বির রহমান রুম্মন বলতে পেরেছেন, ‘স্কটল্যান্ডকে হারানো কোন বিষয় না।’ বাংলাদেশ দল এখন নিউজিল্যান্ডের নেলসনে আছে। বৃহস্পতিবার নেলসনের সেক্সটন ওভালে স্কটল্যান্ডের বিপক্ষে খেলা রয়েছে। শনিবার অস্ট্রেলিয়ার মেলবোর্ন থেকে নিউজিল্যান্ডের নেলসনে পৌঁছে বাংলাদেশ দল। রবিবার প্রথমদিনের অনুশীলনও সেরে নেন মাশরাফিরা। নেলসনের সেক্সটন ওভালে এখন পর্যন্ত বিশ্বকাপের দুটি ম্যাচ হয়েছে। দুটি ম্যাচই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছে। একটি ম্যাচে তো ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েই দিয়েছে আয়ারল্যান্ড। জিম্বাবুইয়ে-সংযুক্ত আরব আমিরাত ম্যাচটিও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণই হয়। দুটি ম্যাচেই বড় স্কোরও হয়। ব্যাটসম্যানরাও রান পায়। স্কটল্যান্ডের বিপক্ষে কী বড় কিছু করা সম্ভব, বড় ব্যবধানে জেতা সম্ভব? সাব্বির বলেন, ‘আমাদের মধ্যে এ নিয়ে কোন ভাবনা নেই। যদি আমরা ঠিকমত খেলতে পারি, ন্যাচারাল খেলাটা খেলতে পারি, তাহলে স্কটল্যান্ডকে হারানো কোন বিষয় না।’ বাংলাদেশের দলের প্রস্তুতি ভালই হচ্ছে বলেও জানান সাব্বির, ‘আমাদের প্রস্তুতি সবসময়ই ভাল ছিল। ভাল থাকেও। একটা ম্যাচ হারের পর আমাদের জন্য পরবর্তী ম্যাচটা অনেক কঠিনই থাকে। স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচটা আমাদের জন্য অনেক বড় একটা ম্যাচ। এই ম্যাচ আশা করছি আমরা জিতব ইনশাআল্লাহ।’ নিউজিল্যান্ডের কন্ডিশন সবসময়ই বাংলাদেশের জন্য কঠিন কিছুই নিয়ে এসেছে। সেই ২০১০ সালে আবার সর্বশেষ নিউজিল্যান্ডের মাটিতে খেলেছে বাংলাদেশ। টেস্ট, ওয়ানডে, টি২০ মিলিয়ে (৫টি টেস্ট, ৬টি ওয়ানডে, ১টি টি২০) নিউজিল্যান্ডের মাটিতে ১২ ম্যাচ খেলে বাংলাদেশ। সব সহজভাবেই হেরেছে বাংলাদেশ। এ কন্ডিশনে ওয়েস্ট ইন্ডিজের মতো দলও আয়ারল্যান্ডের কাছে হেরেছে। ছোট দল যে কোন সময় বড় দলের জন্য হুঙ্কার হয়ে দাঁড়াতে পারে। বিশ্বকাপে ২ ম্যাচ খেলে ৫৮ রান (আফগানিস্তানের বিপক্ষে ৩ ও শ্রীলঙ্কার বিপক্ষে ৫৩) করা সাব্বির বলেন, ‘প্রতিবারই বিশ্বকাপে ছোট দল বড় দলকে হারায়। ক্রিকেটে সবকিছুই বাস্তব। যদি আমরা শতভাগ দিতে পারি, কোন না কোন বড় দলকে হারাতে পারব।’ নিজের ব্যক্তিগত নৈপুণ্যের চেয়ে দলের জয়ের দিকেই বেশি মনোযোগীও ৭ ওয়ানডে খেলে ২৭.৮০ গড়ে ১৩৯ রান করা সাব্বির, ‘আমি যদি পারফর্ম করি, দল যদি হারে, আমারও লাভ নেই, দলেরও লাভ নেই। আমি যদি ১ রানও করি, দল জিতে; এটাই আমার জন্য বড় পাওয়া।’ স্কটল্যান্ড স্পিনে দুর্বল তাও ভালই জানে বাংলাদেশ দল। সাব্বিরই যেমন বললেন, ‘ওরা স্পিনে দুর্বল। আমাদের ভাল স্পিনার আছে। ব্যাটসম্যানও আছে। আমরা অভিজ্ঞও।’ সাব্বির যদিও স্কটল্যান্ডকে হারানো কোন বিষয় না বলছেন, আল আমিনের পরিবর্তে সুযোগ পাওয়া পেসার শফিউল ইসলাম কিন্তু সেই পথে হাঁটেননি। প্রতিপক্ষ দুর্বল হলেও সমীহই করছেন। শ্রীলঙ্কার বিপক্ষে হারের স্মৃতি পেছনে ফেলে সামনের পথ নিয়েই ভাবছেন। বলেছেন, ‘আমাদের অবশ্যই ভাল খেলতে হবে। এত সহজ হবে না। স্কটল্যান্ড এ সব কন্ডিশনে খেলে অভ্যস্ত। আমরা নাম অনুযায়ী যদি খেলতে পারি ভাল হবে। যেটা গেছে চলে গেছে, সামনে যে খেলাটা আছে; সেটা নিয়েই এখন ভাবতে হবে।’
×