ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রূপগঞ্জে প্রেম প্রত্যাখ্যান করায় স্কুলছাত্রীকে অপহরণ

প্রকাশিত: ০৪:২১, ২ মার্চ ২০১৫

রূপগঞ্জে প্রেম প্রত্যাখ্যান করায় স্কুলছাত্রীকে অপহরণ

নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ১ মার্চ ॥ প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় সপ্তম শ্রেণীর এক স্কুল শিক্ষার্থীকে কথিত প্রেমিক ও তার সহযোগীরা অপহরণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শিক্ষার্থীর পিতা বাদী হয়ে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন। রবিবার বেলা ১১টায় উপজেলার ভুলতা ইউনিয়নের মাসুমাবাদ এলাকা থেকে ওই শিক্ষার্থীকে অপহরণ করা হয়েছে। শিক্ষার্থীর পিতা হিমাংশু মজুমদার জানান, তিনি উপজেলার তারাব পৌরসভার টাটকি এলাকার বাসিন্দা। তার মেয়ে সুবর্ণা মজুমদার (১৩) সাত্তার উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী। সুবর্ণা স্কুলে আসা-যাওয়ায় পথে এলাকার বখাটে আকাশ বিশ্বাস তাকে প্রায়ই প্রেমের প্রস্তাব দিত। গত বৃহস্পতিবার আকাশ এই মর্মে হুমকি দেয় যদি সে রাজি না হয় তাহলে তাকে অপহরণ করে নিয়ে যাবে। এ ঘটনা সুবর্ণা মজুমদার তার অভিভাবকদের জানালে তারা সুবর্ণাকে তার নানীর বাড়ি উপজেলার ভুলতা ইউনিয়নের মাসুমাবাদ দীঘিরপাড় এলাকায় রেখে আসে। রবিবার বেলা ১১টার দিকে আকাশ বিশ্বাস ও তার সহযোগী বিপদ বিশ্বাস, আসান বিশ্বাস, উজ্জল বিশ্বাস, নিটু, বিপ্লব একটি নাম্বারবিহীন মাইক্রোবাস নিয়ে মাসুমাবাদ এলাকায় আসে। এ সময় বাড়িতে সুবর্ণার মামী শংকরি বিশ্বাসকে এলোপাতাড়ি পিটিয়ে সুবর্ণাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়।
×