ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নারীর অংশগ্রহণ ছাড়া অর্থনৈতিক সমৃদ্ধি সম্ভব নয়

প্রকাশিত: ০৬:৪৯, ১ মার্চ ২০১৫

নারীর অংশগ্রহণ ছাড়া অর্থনৈতিক সমৃদ্ধি সম্ভব নয়

অর্থনৈতিক রিপোর্টার ॥ মানবজীবনের সার্বিক উন্নয়নের জন্য শিক্ষা ও স্বাস্থ্যসহ অন্যান্য বিষয়ের যুগপত উন্নয়ন জরুরী। তাছাড়া ক্ষমতা ও নেতৃত্ব ব্যবস্থায় নারীর যথাযথ অংশগ্রহণ ছাড়া দেশের অর্থনৈতিক ও সামাজিক সমৃদ্ধি নিশ্চিত করা সম্ভব নয়। তবে এ সবকিছুর জন্য প্রয়োজন সুষ্ঠু সামাজিক ও রাজনৈতক পরিবেশ। রাজনীতির প্রক্রিয়া সঠিক না হলে মানুষের জীবনমানের প্রত্যাশিত উন্নতি কখনই হবে না। শনিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে বেসরকারী উন্নয়ন সংগঠন দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্রের (ডিএসকে) রজতজয়ন্তী (২৫ বছর পূর্তি ) উৎসবের প্রথম অধিবেশনে বক্তারা এসব কথা বলেন। ডিএসকে সভাপতি ড. এবিএম আব্দুল্লাহর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন অর্থনীতিবিদ ও পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) চেয়ারম্যান ড. খলিকুজ্জমান আহমদ। বিশেষ অতিথি ছিলেন- সিপিডির নির্বাহী পরিচালক অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান ও অধাপক এমএম আকাশ। স্বাগত বক্তব্য রাখেন ডিএসকে মহাসচিব ড. এএসএম গোলাম মরতুজা। ঈশ্বরদীতে নাবী আখ রোপণ শুরু স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ ঈশ্বরদীতে নাবী আখ রোপণ শুরু হয়েছে। শুক্রবার বিকেলে ঈশ্বরদীর প্রত্যন্ত অঞ্চল ছলিমপুরের বক্তারপুর গ্রামের এই নাবী আখ রোপণ উদ্বোধন করা হয়। পাবনা চিনি মিলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আবুল কালাম আজাদ আখ রোপণ উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন- স্বর্ণপদকপ্রাপ্ত কৃষক ও বাংলাদেশ চিনিকল আখচাষী ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আলহাজ শাহজাহান আলী পেঁপে বাদশা, পাবনা সুগার মিলের মহাব্যবস্থাপক কৃষি এএম আল ইমরান, উপ-মহাব্যবস্থাপক সায়েদুর রহমান, আখচাষী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক রবিউল আলম মালিথা, কোষাধ্যক্ষ আমজাদ হোসেন মালিথা ও পাবনা সুগার মিলগেট সাব-জোনের এসএ সিডিএ মেরিনা বেগম।
×