ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মস্তিষ্ক নিয়ন্ত্রিত ড্রোন!

প্রকাশিত: ০৬:২৩, ২৮ ফেব্রুয়ারি ২০১৫

মস্তিষ্ক নিয়ন্ত্রিত ড্রোন!

মস্তিষ্কের তরঙ্গ ব্যবহার করে নিয়ন্ত্রণ করা হবে ড্রোন! শুনতে আশ্চর্যজনক হলেও এমন এক প্রযুক্তি নিয়ে এসেছে মহাকাশ, প্রতিরক্ষা ও নিরাপত্তাবিষয়ক প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান টেকেভার। এমনকি এ প্রযুক্তি ব্যবহার করে কোন ক্রু ছাড়াই শুধু মস্তিষ্কের নিয়ন্ত্রণে বড় কার্গো প্লেনও চালানো সম্ভব হবে বলে মনে করে পর্তুগালভিত্তিক এ প্রতিষ্ঠান। পুলিশ, সামরিক বাহিনী ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর সঙ্গে কাজ করা এ প্রতিষ্ঠান ইলেক্ট্রোয়েনসেফালোগ্রাফি (ইইজি) প্রযুক্তি নিয়ে কাজ করছে। ইইজি মস্তিষ্কের কিছু বিশেষ অংশের তৎপরতা শনাক্ত করে কাজ করে। -বিবিসি
×