ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

প্রতিরক্ষা চুক্তি সই করতে ভারতের ওপর মার্কিন চাপ

প্রকাশিত: ০৬:২২, ২৮ ফেব্রুয়ারি ২০১৫

প্রতিরক্ষা চুক্তি সই করতে ভারতের ওপর মার্কিন চাপ

যুক্তরাষ্ট্র তিনটি সামরিক ‘ভিত্তিমূলক’ চুক্তি সই করার প্রয়োজনীয়তার কথা ভারতের কাছে আবারও তুলে ধরেছে। এক দশকেরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্র এসব চুক্তি সই করতে ভারতের ওপর চাপ দিয়ে এসেছে। যুক্তরাষ্ট্র এ প্রসঙ্গে দ্বিপক্ষীয় প্রতিরক্ষা বাণিজ্য ও প্রযুক্তি উদ্যোগকে (ডিটিটিআই) ঘনিষ্ঠতর কৌশলগত সম্পর্ক স্থাপনের অন্যতম ‘উপায়’ হিসেবে বর্ণনা করে। খবর টাইমস অব ইন্ডিয়ার। ইউপিএ শাসনামলে ভারত এ তিনটি চুক্তি সই করতে চায় না বলে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিল। এগুলো হলোÑ লজিস্টিক সাপোর্ট এ্যাগ্রিমেন্ট (এনএসএ), কমিউনিকেশন ইন্টারোপারেবিলিটি এ্যান্ড সিকিউরিটি মেমোরেন্ডাম এ্যাগ্রিমেন্ট (সিআইএসএমওএ) এবং বেসিক এক্সচেঞ্জ এ্যান্ড কোঅপারেশন এ্যাগ্রিমেন্ট ফর জিও স্পেশাল কোঅপারেশন (বিইসিএ)। কিন্তু মোদি সরকার গত বছর ক্ষমতায় আসার পর যুক্তরাষ্ট্র এগুলো স্বাক্ষর করানোর জন্য নতুন করে চেষ্টা শুরু করেছে। বৃহস্পতিবার নয়াদিল্লীতে ভারতের প্রতিরক্ষা উৎপাদন সচিব জি মোহন কুমার এবং প্রতিরক্ষা বিষয়ক মার্কিন আন্ডার সেক্রেটারি ফ্যাঙ্ককেন্ডালের সভাপতিতে ডিটিটিআইয়ের আরেক দফা বৈঠক অনুষ্ঠিত হয়।
×