ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মামলা থেকে অব্যাহতি পেলেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ০৬:২১, ২৮ ফেব্রুয়ারি ২০১৫

মামলা থেকে অব্যাহতি পেলেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী

আর্জেন্টিনার এক বিচারক প্রেসিডেন্ট ক্রিস্টিনা ফার্নান্ডেজ কির্চনার ও তার পররাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে দায়ের করা একটি বিতর্কিত মামলা বৃহস্পতিবার খারিজ করে দিয়েছে। ১৯৯৪ সালে এক ইহুদী সেন্টারে বোমা হামলায় জড়িত সন্দেহভাজন ইরানী কর্মকর্তাদের আড়াল করার অভিযোগে তাদের বিরুদ্ধে এ মামলা হয়েছিল। খবর এএফপির। বিচারক ড্যানিয়েল রাফেকাস তার রায়ে বলেন, মামলা এগিয়ে নেয়ার মতো যথেষ্ট তথ্য-প্রমাণ নেই। বিশেষ প্রসিকিউটর আলবার্টো নিসম্যান প্রেসিডেন্ট কির্চনারের বিরুদ্ধে ইরানী কর্মকর্তাকে বাঁচানোর অভিযোগ আনেন। গত মাসে নিজ ফ্ল্যাটে নিসম্যানকে মৃত অবস্থায় পাওয়া যায়। বিচারক ড্যানিয়েল রাফেকাস বলেন, নিসম্যানের ৩৫০ পৃষ্ঠার প্রতিবেদন সতর্কভাবে পরীক্ষা-নিরীক্ষার পর তিনি মামলা খারিজের সিদ্ধান্ত নিয়েছেন। হামলায় সন্দেহভাজন ইরানী কর্মকর্তাদের আড়াল করার জন্য ২০১৩ সালের জানুয়ারিতে তেহরানের সঙ্গে আর্জেন্টিনা সরকারের চুক্তি হয়েছে এমন কোন তথ্য-প্রমাণ নেই। ইরান সরকারও এ ধরনের চুক্তির কথা অস্বীকার করে বলেছে, তেহরানের পার্লামেন্ট কখনই তা অনুমোদন করেনি। প্রতিরক্ষামন্ত্রী অগাস্টিন রোসি বিচারক রাফেকাসের রায়কে স্বাগত জানিয়ে বলেন, আমরা সব সময় বলেছি, নিসম্যানের দাবির কোন আইনগত ভিত্তি নেই। বিচারক রাফেকাসের এ রায়ের ফলে ফার্নান্দেজ কির্চনার ও পররাষ্ট্রমন্ত্রী হেক্টর টিমেরম্যানের বিরুদ্ধে মামলার সব কার্যক্রম বন্ধ হয়ে গেল।
×