ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রস্তুত ক্লার্ক

প্রকাশিত: ০৫:৫৪, ২৮ ফেব্রুয়ারি ২০১৫

প্রস্তুত ক্লার্ক

স্পোর্টস রিপোর্টার ॥ বিশ্বকাপে দুটি ম্যাচ হয়ে গেছে অস্ট্রেলিয়ার। অথচ একটি ম্যাচেও খেলা হয়নি স্বাগতিক অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্কের! ইনজুরির জন্য ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটিতে খেলতে পারেননি। আর বাংলাদেশের বিপক্ষে যে ম্যাচটিতে নামার কথা, সেই ম্যাচটি বৃষ্টিতে প-ই হয়ে গেছে। তাই ক্লার্কেরও আর এবার বিশ্বকাপ খেলার স্বপ্ন এখনও পূরণ হয়নি। আজ যখন নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ আছে অস্ট্রেলিয়ার, সেই ম্যাচে ক্লার্ক খেলবেন। এ ম্যাচে খেলতে প্রস্তুতও ক্লার্ক। বলেছেনও, ‘আমি প্রস্তুত।’ তার ফেরার কথা ছিল বাংলাদেশ ম্যাচেই। কিন্তু বৃষ্টি মাইকেল ক্লার্কের বিশ্বকাপে খেলার অপেক্ষা বাড়িয়ে দিয়েছে। তবে শেষপর্যন্ত সব নাটকের অবসান ঘটিয়ে আজ নিউজিল্যান্ডের বিপক্ষে ‘হাইভোল্টেজ ম্যাচে’, যাকে বলা হচ্ছে ‘ফাইনালের আগে আরেক ফাইনাল’; সেই ম্যাচে ফিরতে প্রস্তুত অসি অধিনায়ক। এ নিয়ে ক্লার্ক বলেছেন, ‘সবাই আমার ইনজুরি নিয়ে ভাবছে। কথা বলছে। আমি শুধু বলেছি, সত্যিই শরীর ভাল কাজ করছে। অনুভূতি ভাল লাগছে। আমি এ নিয়ে কঠোর পরিশ্রমও করেছি।’ ক্লার্ক আরও যোগ করেন, ‘আমি এখন খেলতে চাই। শতভাগ দিতে পারব সেই আত্মবিশ্বাসও আছে। তবে এ নিশ্চয়তা দিতে পারছি না যে আবারও আমি ইনজুরিতে পড়ব না।’ এমন নিশ্চয়তা আসলে কোন ক্রিকেটারই দিতে পারেন না। যে কোন সময় ইনজুরি পড়াটাই স্বাভাবিক। তবে ক্লার্কের এমন কথা বলারও কারণ আছে। ক্লার্কের কণ্ঠেই শুনুন, ‘আমি জানি মাঠে কতটা বিচরণ থাকতে হবে ম্যাচে (নিউজিল্যান্ডের বিপক্ষে)। প্রয়োজনে প্রতি ঘণ্টায় ১০০ মাইল দৌড়াতে হবে। যদি তা করতে গিয়ে আমি ইনজুরিতে পড়ি, তাহলে পড়ব। কিন্তু তাই করব। অন্য ক্রিকেটারদের মতোই খেলব। আমি এখন ফিট এবং সুস্থও আছি। আমি প্রস্তুতও আছি খেলতে।’ ক্লার্ক গত বছরের ডিসেম্বরে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে হ্যামস্ট্রিকে চোট পেয়েছিলেন। এরপর বিশ্বকাপ স্বপ্ন বাঁচাতে তড়িঘড়ি করে অস্ত্রোপচারও করান। দ্রুত সুস্থও হয়ে ওঠেন ক্লার্ক। স্বাভাবিকভাবে এত দ্রুত সুস্থ হয়ে ওঠার কথা নয়। কিন্তু ক্লার্ক কঠোর পরিশ্রম করে সুস্থ হয়েছেন। তবে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচটি খেলতে পারেননি। ৩৩ বছর বয়সী ক্রিকেটারের মাঠে ফেরার কথা ছিল বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে, বাংলাদেশের বিপক্ষে। বৃষ্টির জন্য ফেরা হয়নি। ক্লার্ক এবার মুখিয়ে আছেন মাঠে ফিরতে। শুধু কী ক্লার্ক, দলের প্রত্যেক ক্রিকেটারই নিউজিল্যান্ডের বিপক্ষে ইডেন পার্কের ম্যাচে খেলতে মুখিয়ে আছেন। ক্লার্কই বলেছেন, ‘ইডেন পার্কের ম্যাচের জন্য সতীর্থরা মুখিয়ে আছে।’ এখন দেখা যাক ক্লার্ক সত্যিই কতটা প্রস্তুত।
×